দমদম নেতাজী সুভাষ বিমানবন্দর এলাকার মসজিদ সরাতে তৎপর; বিরূপ প্রতিক্রিয়া মুসলিমদের

দিনকাল ডেস্কঃ দমদম নেতাজী সুভাষ চন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর এলাকার মসজিদ স্রাতে এবার তৎপর হয়েছে বিজেপি সরকার ও এয়ারপোর্ট অথরিটি। এনিয়ে কলকাতা সহ শহরতলি এলাকার মুসলিমদের মধ্যে প্রতিক্রিয়া তৈরি হয়েছে।  ১২৮ বছর বয়সের এই মসজিদ সরাতে তৎপর হওয়ায় বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে বিভিন্ন মুসলিম, মানবাধিকার সংগঠন ও মানবতাবাদী মানুষের মধ্যেও। এই মসজিদ সরালে তা হবে ১৯৯১ সালের ‘প্লেসেস অফ ওয়ারশিপ অ্যাক্টের’ বিরোধী। ১৯৯১ – ২০০৪ সালে ক্ষমতাসীন থাকার সময় সে সময়ও বিজেপি সরকার বিমান বন্দর সম্প্রসারণের নামে ১২৮ বছরের যশোহর রোড সংলগ্ন মসজিদটি সরাতে চেয়েছিল। কিন্তু প্রবল জনচাপ ও জন-আন্দোলনের ফলে তৎকালীন কেন্দ্রীয় অসামরিক দপ্তরের মন্ত্রী শাহনওয়াজ হোসেন পিছু হটে। আবার সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটাতে চলেছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া ও বিজেপি সরকার।

মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়ের টুইটে পরিস্থিতি আরও ঘোরালো হয়েছে। তার উপর ২৬ অক্টোবর এয়ারপোর্ট অথরিটির কিছু অফিসার যশোহর রোড সংলগ্ন মসজিদটির কাছে গয়ে নামাজিদের জিজ্ঞাসা করলে ক্ষুব্ধ হন স্থানীয় বাসিন্দারা। অফিসাররা মসজিদের ছবি তুললে পরিস্থিতি আরও ঘোরালো হয়। গ্রামবাসীরা এয়ারপোর্ট অথরিটিরকে হুশিয়ারি দিয়েছেন যে, জোর করে মসজিদ ভাঙ্গলে তা প্রতিরোধ করা করবেন। চরম মূল্য দিতে হবে এয়ারপোর্ট অথরিটিকে। গ্রামবাসীদের দাবী, ১৯৬২ সালে এই চক্রান্ত করা হয়েছিল। তখনও পিছু হটতে হয় বাধ্য হয়। দমদম বিমান বন্দরের ম্যাপে মসজিদের নামের জমিটি রেকর্ড করা হাছে। বিজেপি সরকার কি ইতিহাস ঐতিহ্যকে ধ্বংস করার চক্রান্ত করছে। মোগলসরাই ও এলাহাবাদ স্টেশনের নাম বদল করে দীনদয়াল ও প্রয়াগরাজ করা হয়েছে। দিল্লীর ঔরঙ্গজেব রোডের নাম বদল করা হয়েছে। এবার কি দমদম বিমানবন্দর এলাকার ১২৮ বছরের মসজিদকে সরিয়ে ইতিহাসকে মুছে দিতে চাইছে বিজেপি? এই প্রশ্ন সবার।

মসজিদটি তৈরি হয় বিমানবন্দর তৈরি হওয়ার অনেক আগেই তার নিজস্ব জায়গায়।

Back To Top