ট্রাম্পের আমন্ত্রণ প্রত্যাখান করলেন জামাল খাসোগির বাগদত্তা

 

সৌদি আরবের বিখ্যাত সাংবাদিক জামাল খাসোগির হত্যা নিয়ে সারা বিশ্ব তোলপাড়। আমেরিকা এই হত্যা নিয়ে অনেক বড় বড় কথা বলেছিল, কিন্তু কাজের কাজ করছে সেটা ভাবনার বিষয়। এর মধ্যে জামাল খাসোগির বাগদত্তা যাকে বিয়ে করার জন্য জামাল খাসোগি সেদিন সৌদি কনসুলেটে গিয়েছিলেন সেই হাতিস সেনগিজ কে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে আমন্ত্রণ জানালে খাসোগির বাগদত্তা সেই আমন্ত্রণ প্রত্যাখান করেছেন বলে জানা গেছে।

আল জাজিরার রিপোর্ট অনুযায়ী হাতিস সেনগিজ একটি সাক্ষাৎকারে বলেছেন “যারা এই ঘটনার সাথে জড়িত তাদের সবার যেন সর্বোচ্চ শাস্তি হয়। কেউ যেন ছাড় না পায়”।

জামাল খাসোগি

উল্লেখ্য, জামাল খাসোগি যখন কনসুলেটের ভেতরে গিয়েছিলেন তখন কনসুলেটের বাইরে অপেক্ষা করছিলেন। কিন্তু জামাল খাসোগি আর ফিরে আসনি। তাকে কনসুলেটের ভেতরেই হত্যা করা হয়।

দীর্ঘ দু সপ্তাহ টানা পোড়েনের পরে সৌদি আরব স্বীকার করে যে জামাল খাসোগির সাথে হাতাহাতি হওয়াতে এক পর্যায়ে জামাল খাসোগির কনসুলেটের ভেতরেই মারা যায়।

 

Back To Top