সীমান্তে যুদ্ধ ও সাম্প্রদায়িক উত্তেজনা নিয়ে কলকাতার রাজপথে এপিডিআর

দিনকাল ডেস্কঃ সীমান্তে  যুদ্ধ  যুদ্ধ  জিগির  ও দেশ ব্যাপি বিজেপি  সরকারের  সাম্প্রদায়িক  উত্তেজনার বিরুদ্ধে  এবার প্রতিবাদে সোচ্চার  হল কলকাতার । বুধবার  বেলা দুটোয়  মৌলালি থেকে  ধর্মতলা  পর্যন্ত  এক বিশাল প্রতিবাদ  মিছিল হল। এদিন  মিছিল সোচ্চারে  ঘোষণা  করেছে  যে, বিজেপি  সরকার  দেশের অর্থ নীতিকে দুর্বল  করে দিয়েছে। সুদিন আনার পরিবর্তে  দেশের দুর্দিন  ঘনিয়ে  এনেছে । দেশের শ্রমজীবী ও কৃষিজীবী  মানুষের  আর্থিক  দৈনতা প্রকট করেছে । বিভিন্ন  রাজ্যের বিধান সভা নির্বাচনে  বিজেপি  হেরের যাচ্ছে । 2019 সালে লোকসভা নির্বাচন । নির্বাচনে ফায়দা  তুলতে বিজেপি সরকার সীমান্তে যুদ্ধ যুদ্ধ জিগির  তুলেছে  মানুষের  দৃষ্টি  ঘুরিয়ে  দিত। একজন সচেতন  নাগরিক  হিসা বিজেপি- র এই অপকৌশলের বিরুদ্ধে  লড়াই  করতে হবে। এদিন বক্তারা বলেন, ভারতের দশ হাজার বছরের পরমপরা রয়েছে।বিজেপি তা ভেঙে দীর্ঘ  দিনের সম্প্রীতিকে নষ্ট  করছে।এরা ভারতকে হিন্দু  রাষ্ট্রে পরিণত  করতে চায়। এই সরকারের আমলে  সংখ্যালঘু  ও দলিতরা নানাভাবে নির্যাতনের  শিকার।  এদিন  বিশিষ্ট  মানবাধিকার  কর্মী  সুজাত ভদ্র, সমাজকর্মী  অসিত বরণ রায়, বন্দী  মুক্তি কমিটির ছোটন দাস সহ সমাজের বিভিন্ন  অংশের মানুষ।

Back To Top