গভীর রাতে ঘরের মধ্যে অগ্নিদগ্ধ মহিলা , দমকল দেরিতে আশায় ক্ষোভে ফুঁসছে গ্রামবাসী ।

 দিনকাল ডেস্ক, ক্যানিং গভীর রাতে নিজের ঘরের মধ্যে আগুনে পুড়ে শেষ হয়ে গেল এক বৃদ্ধা । গ্রামবাসীরা ওই মহিলাকে বাঁচানোর আপ্রাণ  চেষ্টা  করলেও শেষ-মেষ তীব্র আগুনের কাছে হার মানতে হয় তাদের। ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার দিঘীরপাড় অঞ্চলের কুমারশাপাড়া গ্রামে । স্থানীয় সূত্রে , এসবেস্টরের ছাদ বেস্টিত পাকা ঘরে একাই থাকতেন রেনুকা মন্ডল (৭০) নামে এক বৃদ্ধা। প্রতিদিনকার মতো আজও ঘরে দরজা আটকে ঘুমাচ্ছিলেন ওই মহিলা । আর সেটাই ছিল ওনার জীবনে শেষ ঘুম এবং আজ হঠাৎ  গভীর রাতে ওই মহিলার ঘরে আগুন লেগে যায় ।  বাড়ির মধ্যে আগুন জ্বলছে দেখে ছুটে আসেন প্রতিবেশীরা । আপ্রাণ  চেষ্টা করেও উদ্ধার করতে পারেনি ওই মহিলাকে । এমন সময় খবর যায় দমকলে । তবে দমকল প্রায় এক ঘন্টা দেরিতে আশায় জ্বলন্ত ঘরের মধ্যে থেকে মহিলা কে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি ।  এমনটাই দাবী গ্রামবাসীদের । দমকল সূত্রে খবর কি থেকে আগুন লাগতে পারে তার তদন্ত করে বলা যাবে । তবে  দমকলের গাফিলতি নিয়ে ক্ষোভে ফুঁসছে সমস্ত গ্রামবাসী। এই ঘটনায় এলাকায় আসে ক্যানিং থানার পুলিশ। তবে দমকলে আধিকারিক জানান খবর শোনা মাত্র আমরা ঘটনাস্থলে চলে আসি। পুলিশ দেহটি ময়না তদন্তের জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়।

Back To Top