সিবিআই চীফ অলোক বর্মাকে পদচ্যুত করল মোদী সরকার

সুপ্রিমকোর্ট দ্বারা সিবিআই চীফ এর দায়ীত্ব ফিরে পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই আবার সরিয়ে দেওয়া হল সিবিআই চীফ অলোক বর্মাকে। প্রায় আড়াই মাস আগে সিবিআই এর বিশেষ পরিচালক ও মোদীর বিশ্বাসভাজন রাকেশ আস্থানার সাথে বেশ কিছু বিষয় নিয়ে বিবাদে জড়ায় সিবিআই প্রধান অলোক বর্মা। এরপরে লম্বা বিবাদ বিতর্কের পর গতকালকেই তিনি সুপ্রিমকোর্ট থেকে তাঁর পদ ফিরে পান। কিন্তু ২৪ ঘণ্টার মধ্যে সেই পদ আবার হারাতে হল।

উচ্চক্ষমতা সম্পন্ন কমিটি দুঘণ্টার বেশি সভা করে তাঁকে দায়ীত্বচ্যুত করার সিদ্ধান্ত গ্রহণ করে।

এই সভাতে অংশগ্রহন করে বিরোধী নেতা মল্লিকারজুন খারগে, বিচারপতি এ কে শিকরি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বিরোধী দলনেতা এই সভা নিয়ে আপত্তি তুললেও নরেন্দ্র মোদী এবং বিচারপতি এ কে শিকরি অলোক বর্মা কে সরিয়ে দেওয়ার পক্ষে ভোট দেয়।

উল্লেখ্য, তিনি দায়ীত্বে ফিরে আসার ২৪ ঘণ্টার মধ্যে গত দুমাসে যত বদলি হয়েছে সব বাতিল করে আগের দায়ীত্বে ফিরে আসার নির্দেশ দেন।

অলোক বর্মাকে সরিয়ে দেওয়া নিয়ে সরব বিরোধী পক্ষ।

রাহুল গান্ধী টুইটারে অলোক বর্মাকে সরিয়ে দেওয়া নিয়ে দুটি প্রশ্ন করেন।

১) কেন প্রধানমন্ত্রী মোদী আদাজল খেয়ে অলোক বর্মাকে সরাতে চান?

২) কেন সিবিআই চীফ অলোক বর্মাকে এই কমিটির মিটিংয়ে তাঁর মতামত প্রকাশ করতে দেওয়া হলো না?

উল্লেখ্য, অলোক বর্মার ৩১ জানুয়ারী পর্যন্ত মেয়াদ ছিল। মাত্র কয়েকদিনের জন্য তাঁকে তাঁর অফিস করতে না দেওয়ায় প্রশ্ন তুলছেন অনেকেই। রাহুল গান্ধী দাবী করেছেন রাফালে ডিল থেকে বাঁচতেই মোদি অলোক বর্মাকে রাতারাতি দায়ীত্বচ্যুত করলেন।

Back To Top