ভারত যদি জাকির নায়েকের বিরুদ্ধে প্রমাণ দেয় তাহলে আপোষ করব নাঃ আনোয়ার ইব্রাহিম

দিনকাল ডেস্কঃ মালয়েশিয়ার প্রাক্তন ডেপুটি মন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, জাকির নায়েকের বিরুদ্ধে যদি ভারত উপযুক্ত প্রমান সরবরাহ করে তাহলে মালয়েশিয়া সরকার ভারতকে সর্বত ভাবে স্বাগত জানাবে। তিনি আরও বলেন, কিছু তথ্য আমাকে বোঝার জন্য তৈরি করা হয়েছে। সেটি ভাল করে যাচায় করে দেখতে হবে।

 কিন্তু আমাদের উদ্বেগ হল যে আমাদের অবশ্যই নিশ্চিত হওয়া দরকার যে আমাদের আইন অনুসারে কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা করার  বৈধতা রয়েছে। এটি যেকোনও দেশের সাথে স্বাভাবিক ব্যবস্থা। অবশ্যই কেশটি পরিস্কার ভাবে জানতে হবে আমাদের। যদি সত্যিকারের যুক্তি আমাদের সামনে রাখে তবে আমরা কেসটি দেখতে আগ্রহী। ভারত সরকার ডঃ জাকির নায়কের বিরুদ্ধে অনেক গুলি মামলা জুড়া হয়েছে অনেক দিন থেকে   জাকির নায়েক মালেশিয়ায় বসবাস করছেন। তাঁকে ভারতে ফিরিয়ে আনার অনেক চেষ্টা করা হয়েছে।

Back To Top