মেরী কম আন্তর্জাতিক বক্সিং রাঙ্কিং-এ টপ

দিনকাল ডেস্কঃ ভারতীয় বক্সার তিন সন্তানের মা মেরী কম  রোজ আন্তর্জাতিক  বক্সিং রাঙ্কিং-এ টপ । বিশ্বের প্রথম কোন মহিলা বক্সার ছয় বার বিশ্ব চাম্পিয়নের শিরোপা লাভ অর্জন করেন। গত বৃহস্পতিবার আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশান
(AIBA) তাকে ৪৫-৪৮ কিলোগ্রাম বিভাগে প্রথম নির্বাচিত করে । সে ১৭০০ পয়েন্ট পেয়ে । ২০১৮ সালে আন্তর্জাতিক বক্সিং প্রতিযোগিতায় পরাজিত করেন হান্না ওখাদাকে। হান্না ওখাদার রাঙ্ক হয়েছে দ্বিতীয়। ওখাদা পেয়েছেন ১১০০ পয়েন্ট। মেরী কম আন্তর্জাতিক চাম্পিয়ন শুরু হয় ২০০১ সালের বিশ্ব  মহিলা বক্সিং চাম্পিয়ন জয়ের মধ্য দিয়ে। পর পর তিনি অনেক গুলি শিরোপা জয় করেন। ভারতীয় তথা আন্তর্জাতিক ক্ষেত্রে মেরী কম এক গৌরবময় ব্যক্তিত্ব।

Back To Top