সত্য উন্মোচনের ভয়েভারতে ধর্মীয় স্বাধীনতা বিষয়ক মার্কিন কমিশনকে ভিসা দিলো না সরকার

সাইফুল্লা লস্কর : ভারতে ধর্মীয় স্বাধীনতার অবস্থা পরিদর্শনে আসা মার্কিন কমিশনকে ভিসা দিতে অস্বীকৃতি জানালো ভারত সরকার। সংবাদ সূত্রে খবর, মার্কিন কমিশনটি ভারতে ধর্মীয় স্বাধীনতার ওপর আঘাতের বিষয়টি সরজমিনে খতিয়ে দেখতে আসার কথা ছিল।

উল্লেখ্য গত বছর যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক কমিশনটি ভারত বর্ষে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর অত্যাচার এবং তাদের স্বার্থ বিরোধী সরকারি নীতির সমালোচনা করে রিপোর্ট প্রকাশ করে। তারা ভারতের আরএসএস এর মতো সংগঠনগুলোকে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে ঘোষণা করে এদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার সুপারিশ করে। সেই সময় থেকেই কমিশনটির ওপর ক্ষেপেছে আরএসএস নিয়ন্ত্রিত মোদী সরকার।

বিদেশ মন্ত্রী জয়শঙ্কর গতকাল বলেছেন ভারতের অভ্যন্তরীণ বিষয়ে কোনো হস্তক্ষেপ বরদাস্ত করা হবেনা। মোদী সরকারের সুস্পষ্ট হিন্দুত্ববাদী নীতির কারণে ভারতে বিভিন্ন উগ্রবাদী সংগঠনের হাতে নির্যাতিত এবং অত্যাচারিত হচ্ছে ধর্মীয় সংখ্যা লঘু সম্প্রদায়ের মানুষ বিশেষত মুসলিম, দলিত এবং খ্রিস্টানরা।
প্রকৃত সত্য প্রকাশিত হওয়ার ভয়ে মোদী সরকার কমিশনটিকে ভারতে আসতে দিতে চায় না বলে মনে করছেন অনেকে।

Back To Top