শ্রীলঙ্কা প্রথম স্যাটেলাইটের নাম দিল রাবণ

ফাইল চিত্র।

১৯ জুন ২০১৯ ভারতের প্রতিবেশী এই দ্বীপ দেশ শ্রীলঙ্কা ইতিহাসে নাম ওঠাল মহাকাশে স্যাটেলাইট স্থাপন করে।

শ্রীলঙ্কা এই স্যাটেলাইটের নাম দিয়েছে রামায়ণের ভিলেন রাবণের নামে। উল্লেখ্য, রামায়ণ শুধুমাত্র সংস্কৃত ভাষার মধ্যেই সীমাবদ্ধ নয়, আরোও অন্যান্য ভাষাতেও রামায়ণ আছে এবং সেগুলোর রচয়িতা হিসেবে বাল্মীকিকে দেখানো হয়েছে।

স্যাটেলাইট রাবণ এর কাজে ব্যস্ত বিজ্ঞানীরা।

রামায়ণে রাবণকে যেভাবে বর্ণনা করা হয়েছে তাতে অখুশি শ্রীলঙ্কানরা। তাদের দাবী রাবণ ছিলেন একজন সদাচারী, আদর্শবান রাজা। রামের সাথে যুদ্ধে রাবণের পরাজয়ের কারণ ছিল বিভীষণের বিশ্বাসঘাতকটা।

তাদের স্যাটেলাইটের নামকরণের মধ্যে দিয়ে আবার হয়তো সেটাই উঠে আসল।

Back To Top