শেষ হল অষ্টম বাংলাদেশ বইমেলা – ২০১৮

 

দিনকাল ডেস্কঃ   রবিবার শেষ হল অষ্টম বাংলাদেশ বইমেলা-২০১৮। রবীন্দ্রসদন সংলগ্ন মোহরকুঞ্জে অনুষ্ঠিত এই বইমেলার আয়োজক কলকাতাস্ত বাংলাদেশ উপ-হাইকমিশন ও বাংলাদেশ রপ্তানি ব্যুরো সংস্থা । বইমেলায় শুরু হয় ২ নভেম্বর । উদ্বোধন করেন বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল আল আব্দুল মোহিত ও পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় । মেলায় ছোট-বড়-মাঝারী মিলে বাংলাদেশের ৬৯ টি প্রকাশনা সংস্থা অংশ গ্রহণ করে। মেলা উপলক্ষে প্রতিদিনই সেমিনার, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়। এবার মেলার প্রধান আকর্ষণ ছিল বোনফোঁটা । এছাড়া ভাটিয়ালী, ভাওয়াইয়া, বাংলা-কাওয়ালী, লালনগীতি, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, পাঠক-লেখক মুখোমুখি আলোচনা মেলাকে প্রাণবন্ত করে তোলে। ক্রেতা বা পাঠকদের দাবী , বাংলাদেশ বইমেলায় বই-এর দাম খুব চড়া / বাংলাদেশী মুদ্রায় ২৫ শতাংশ ছাড় পাঠকের কাছে সুবিধাজনক নয়। এদিকে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির পক্ষ থেকে দাবি করা হচ্ছে , বই আনতে যে খরচ তাতে ২৫ শতাংশের বেশী কমিশন দেওয়া সম্ভব নয়।

Back To Top