হায়দ্রাবাদে মসজিদ থেকে স্বাস্থ্য পরিষেবা, উপকৃত হবে দেড়লাখ

দিনকাল ডেস্কঃ হায়দ্রাবাদের মুসলমানও আবার মানবিক মুখ দেখাল তাঁদের। ঘটনা হায়দ্রাবাদের এন এস কুন্তা এলাকার। সেখানকার ইসহাক মসজিদ এখন মসজিদের পাশাপাশি কমিউনিটি সেন্টার হিসেবেও কাজ করবে। দেড় লাখ মানুষ উপকৃত হবে এখান থেকে।

এই মসজিদ থেকে প্রাথমিক স্বাস্থ্য সেবা সহ বিভিন্ন হাসপাতালে ভর্তির ব্যাপারে তথ্য দেওয়া, প্রয়োজনে রেফারেল করে দেওয়ার কাজ করবে।

মসজিদ কমিটি এই কাজ বাস্তব রুপ দেওয়ার জন্য এনজিও হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশন এর সাথে হাত মিলিয়েছে।

এখান থেকে এন এস কুন্তা এলাকা সহ উপকৃত হবে ভাটাপল্লী, চশমা, মুস্তফানগর, পাহাড়ি গুন্তাল শাহ বাবা, তাদবুন ফাতিমানগর সহ আরো অন্যান্য এলাকার নিবাসীগণ।

হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশনের ম্যানেজিং ট্রাস্টী মুজতবা হাসান টাইমস অফ ইণ্ডিয়া কে বলেন “এই কমিউনিটি সেন্টার থেকে  প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সাথে সাথে ৩০ টি সরকারী হাসপাতালে রেফারের কাজ করবে”।

বস্তিবাসী, গরিবদের কে অতি দ্রুত ও বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দিতে সাহায্য করবে তাঁদের ১০০ জনের ভলান্টিয়ার নেটওয়ার্ক।

ইসহাক মসজিদের ইমাম মৌলানা ফায়েক খান বলেন “মসজিদ গর্ভবতী মেয়েদের কে নিয়ে সভা করে তাঁদের কে বিভিন্ন বিষয় সম্বন্ধে সচেতন করা, প্রয়োজনীয় ভ্যাকসিন দেওয়া এবং সেই সাথে পুষ্টিকর কিটস বিতরণ করা হবে এখান থেকে”।

 

Back To Top