শেষ দফা ভোটের শেষ প্রচার সব দলেরই

দিনকাল ডেস্কঃ বৃহস্পতিবার শেষ প্রচার রাত ১০ পর্যন্ত। এদিন গরমকে উপেক্ষা করে শেষ দফা ভোটের শেষ প্রচার সেরে ফেললেন সব দলেরই প্রার্থীরা। শেষে দফা বা সপ্তম দফা ভোটে কার্যত সেই চতুর্মুখী লড়াইয়ের চিত্রটি ঘুরে ফিরে আসল। এদিন গরমের প্রখরতা বাড়তে না বাড়তে দমদম লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী নেপাল দেব সিঁথির মোড় থেকে তার রোড শো শুরু করেণ। বিভিন্ন এলাকা পোড়ীকড়োমা করে। তৃণমূল প্রার্থী সৌগত রায়, বিজেপি প্রার্থী শমিক ও কংগ্রেস প্রার্থী সৌরভ সাহা তাদের প্রচার সারেন। পৃথক পৃথক ভাবে কলকাতা উত্তরের তৃনমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়, বামফ্রন্ট প্রার্থী কনিকা ঘোষ, বিজেপি প্রার্থী রাহুল সিনহা, বিভিন্ন এলাকায় রোড সো করেন। কলকাতা দক্ষিণের তৃনমূল প্রার্থী মালা রায় ও বামফ্রন্ট প্রার্থী নন্দিনী মুখারজি, তাদের প্রচার সারেন। অন্যদিক যাদবপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিমি চক্রবর্তী ও বামফ্রন্ট প্রার্থী বিকাশ রঞ্জন পৃথক পৃথক ভাবে রোডশো করেন। শেষে সময়ে দাঁতে দাঁত দিয়ে প্রচার সারলেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রার্থী ডঃ ফুয়াদ হালিম  ও তৃণমূল প্রার্থী অভিষেক ব্যানারজি। জয়নগরে তৃণমূল প্রার্থী প্রতিমা মন্ডল ও বামফ্রন্ট প্রার্থী সুভাষ নস্কর এদিন তাদের নিবিড় প্রচার সারলেন। বারাসত, বসিরহাট, মথুরাপুর প্রভৃতি লোকসভা কেন্দ্রের বিভিন্ন দলের প্রার্থীরা তাদের প্রচার সারলেন শেষ সময়ে।

Back To Top