তাতেও কি নির্বাচনে হানাহানি কমবে ?

~সম্পাদকীয়~

শেষ দফার লোকসভার নির্বাচনে নজিরবিহীন ঘটনা ঘটল। কী সে নজিরবিহীন ঘটনা? প্রথমত রাজনৈতিক গণ্ডগোল সংবিধানের ৩২৪ ধারা প্রয়োগ করে ৭২ ঘন্টা আগেই রাজনৈতিক দল গুলির প্রচার বন্ধ করে দিল নির্বাচন কমিশন। কলেজ স্কয়ার ও কলেজ স্ট্রিটের ঘটনার পর এরকম সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। দ্বিতিয়ত, বিশেষ ক্ষমতা বলে পক্ষ-পাতিত্বের অভিযোগ এনে পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র সচিব ও কলকাতা পুলিস কমিসনারকে অপসারিত করেছে নির্বাচন কমিশন। সপ্তম দফা ভোটের অনেক আগেই এলাকায় পৌঁছে গেছে কেন্দ্রীয় বাহিনী। খুবই ভাল কথা। কিন্তু খুনোখুনি কমবে? নির্বাচনের দিনে দেখা গেছে ছাপ্পা ভোটের বাড়াবাড়ি ভোটারের হাতে পরিচয় পত্র অপেক্ষা করার পরও ভোট দিতে পারেননি। এখনও অনেক বুথে বিরোধী এজেন্ট দিতে পারে না। নানা ধরনের পদক্ষেপ নেওয়ার পরও এগুল হয় কেন? ঘুরে ফিরে কিন্তু শাসক দলের দাদাগিরি থেকেই যাচ্ছে।

Back To Top