হাইমাদ্রাসা পরীক্ষার ফল প্রকাশ,৯৬.৩৮ শতাংশ নম্বর পেয়ে প্রথম মুর্শিদাবাদের সাইনুল

দিনকাল ডেস্কঃ প্রকাশিত হল এবছরের হাইমাদ্রাসা পরীক্ষার ফল। বৃহস্পতিবার সল্টলেকে এক সাংবাদিক সম্মলনে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদে এই ফল প্রকাশিত হল। এদিন আলিম, ফাজিল পরীক্ষার ফল প্রকাশিত হয়। ২০১৮-র তুলনায় সবকটি পরীক্ষার পাশের হার বেড়েছে। প্রতিটি মাদ্রাসা থেকে এদিনই মার্কসিট ও শংসাপত্র দেওয়া হয়।

          এদিকে এদিন হাইমাদ্রাসা পরীক্ষার প্রথমস্থান অধিকার করেছে মুর্শিদাবাদের সাইনুল হক। তার প্রাপ্ত নম্বর ৯৬.৩৮ শতাংশ। যুগ্মভাবে দ্বিতীয় হয়েছে আবু দাউদ বাখিরা  মোহম্মদ হাস্মত আলী শাহ। দুজনেই বাঁকুড়ার । দুজনেরই প্রাপ্ত নম্বর ৯৪.৬৩ শতাংশ। তৃতীয় হয়েছেন যুগ্মভাবে তাবাসুম সিদ্দিকী ও রোনক জাহান। তাবাসুম মুর্শিদাবাদেরই ও রউনক মালদার বাসিন্দা। চতুর্থ হয়েছে মুর্শিদাবাদেরই তৌফিক রেজয়ান। তার প্রাপ্ত নম্বর ৯৪.৩৮ শতাংশ। যৌথভাবে পঞ্চম হয়েছে মোহম্মদ মেহিদী হাসান, মোহম্মদ কাইফ আলী, আলিউল ইসলাম।

Back To Top