রবীন্দ্রনাথই আমাদের একমাত্র ভরসা

~সম্পাদকীয়~

দেখতে দেখতে আমরা রবীন্দ্রনাথের ১৫৯ তম জন্ম দিনে চলে এলাম। কবিগুরু তথা বিশ্বকবির এই জন্মদিনে দেশের পরিস্থিতি নিয়ে ভারতবাসী হিসাবে যথেষ্ট উদ্বেগের। এখন ভারতের মধ্যে ফ্যাসিস্ট শক্তি যেভাবে তার সক্তিকে বৃদ্ধি করেছে তাও গভীর উদ্বেগের বিষয়। হিন্দুত্ববাদী শক্তি ও সংগঠনগুলি আমাদের দেশের দশহাজার বছরের পরম্পরাকে নষ্ট করে দিচ্ছে। উচ্চবর্ণবাদ দেশের মধ্যে চাড়া দিচ্ছে আরও বেশি বেশি করে। এই ভারতের মহাসাগরের তিরে বৈষ্ণব কবি শুনিয়েছিলেন, ‘সবার উপর মানুষ সত্য, তাহার উপর কেহ নাই’। আজ কিন্তু সেই পবিত্রবাণী ভূলুণ্ঠিত। বিজেপি আর এস এস , হিন্দু জাগরণ মঞ্চ, হিন্দু মহাসভা, বিশ্ব হিন্দু পরিষদ, প্রভৃতি হিন্দুত্ববাদী শক্তি গুলি ভারতের চির সম্প্রীতি নষ্ট করছে । দেশের বিভিন্ন স্থানে আআর এস এস ও তার অঙ্গ সংগঠন গুলি সংখ্যালঘু দলিত ওবিসিদের হামলা করছে। খুব লেগে পড়েছে হত্যা যজ্ঞে। লাভজেহাদের নামে সংখ্যালঘু তরুণ-তরুণীদের উপর হামলা করা হচ্ছে। গো- রক্ষার নামে দেশের বিভিন্ন প্রান্তে মানুষকে ছাড়ছে না। এই রকম একটি প্রতিকূল পরিস্থিতিতে রবীন্দ্রনাথেরই বোধ- চিন্তাধারা তাঁর লেখনি আমাদের কাছে প্রধান অস্ত্র। কেননা রবীন্দ্রনাথই আমাদের কাছে খোলা আকাশ। এই খোলা আকাশই আমাদের একমাত্র ভরসা। একমাত্র আশ্রয়স্থল। সত্যিই তো রবিন্দ্রনাথের মুখ দিয়ে বেরিয়ে এসেছে ‘শক- হুন- দল- মোঘল-পাঠান একদেহে হল লীন’- এতো আমাদের সেই পরম্পরারই বাণী। দেশের এই অসময়ে রবীন্দ্র নাথ আমাদের ভরসা। একমাত্র ভরসা। ধর্মীয় ফ্যসিস্টদের মোকাবিলা করার মূল সহায়ক সেই রবীন্দ্রনাথ।    

Back To Top