বিশ্বকবি রবীন্দ্রনাথ

~গোলাম মহাম্মদ~

ওহে মৃত্যুঞ্জয়,হে বিশ্বকবি

করুণ গানের তুমি অরুণ রবি !

নির্ঝরের স্বপ্ন ভেঙোছো হে বীর!

প্রেমিকের কবি তুমি কবি ধরণীর৷

রুপনারানের কুলে তোমার ঐ রুপ!

সাহিত্য রচয়িতা তুমি অপরুপ!

ঘর ও বাহির জুড়ে তোমার বিমল,

বেনু বণে গুঞ্জনে আজও টলমল ৷

পরাধীন ভারতের স্বাধীন পথিক,

ফিরিঙ্গি বাবুদের দিয়াছিলে ধিক ৷

শেষের কবিতা তব আজো বেঁচে আছে ,

ভারতের প্রতি ঘরে বাঙলির কাছে ৷

গীতাঞ্জলির ঋন শোধ নাহি হবে ,

পান্ত মনের তরু শান্ত নিরবে !

খড়কুটো জ্বালে সবে আগুন জালো তুমি,

মৃত্যু না ছুঁতে পারে আপনার এ ভুমি!

গতানুগতিকতাকে দিয়া নব দিক,

মৌলিক রবি হে জন্ম-রোমান্টিক !

জনগনমন আধিনায়ক হে  ভানু,

জুড়ে আছো মনে প্রাণে দু- বাংলার তনু ৷

সোনার তরিতে চড়ি বেড়াইছ হেথা,

নাহি আলো নাহি ভাল তুমি নাহি যেথা ৷

চোখের বালি হয়ে অশ্রুঝরাও মোর ,

দোলের রঙেতে মেতে খুলে যাও দোর!

তোমার তো নেই মানা হারিয়ে যেতে,

আগুনের পরশমনি জ্বালিয়ে প্রানে!

তোমার চিহ্ন আজও পড়ে ঐ বাঁকে,

সাগরের সৈকতে গগনের ফাঁকে !

আমার পরাণ যাহাচায় অবিরত,

রবিঠাকুর তুমি তাই, চাই তোমারি মত ৷

আছো আকাশের তারা হয়ে পুলকিত সবে,

হৃদয়ের অন্তরালে তুমি রবে নীরবে!

Back To Top