রাজ্যব্যাপী শ্রদ্ধায় পালিত ১৫৯ তম রবীন্দ্র জন্ম জয়ন্তী

দিনকাল ডেস্কঃ যথাযোগ্য মর্যাদার সঙ্গে বৃহস্পতিবার রাজ্যব্যাপী পালিত হল কবি গুরু রবীন্দ্রনাথের ১৫৯ ( ১৫৮ বর্ষ) তম জন্ম জয়ন্তী। এদিন কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে সরকারি- বেসরকারি উদ্যোগে দিনটি পালিত হয়েছে। এদিন শান্তিনিকেতন- বিশ্বভারতী, জোড়াসাঁকো রবীন্দ্রভারতী, বিটি রোডের রবীদ্রভারতী বিশ্ববিদ্যালয়ে দিনটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হয়। এদিন কলকাতার রবীন্দ্রসদন-বাংলা অ্যাকাডেমি চত্বরে নানান অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালিত হল। এখানে শুরু হয়েছে কবি পক্ষ। কবি পক্ষ চলবে সাতদিন ধরে । দিনকাল অফিসে দিনটি পালন করা হয়। এদিন কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়ির পরিবারে সকাল থেকেই মানুষের স্রোত। রাজ্যপাল থেকে শুরু পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রীসভার সদস্য , বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা রবীন্দ্রনাথের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান। ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা বলেন ভারতের ভয়াবহ ধর্মীয় ফ্যাসিস্ট শক্তিকে মোকাবিলা করতে হলে রবীন্দ্রনাথকেই আমাদের প্রধান ভরসা। রবীন্দ্রনাথের আদর্শকে দিক-বিদিকে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ। এদিন রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান গুলিতে কবি গুরুর জন্মদিন পালন করা হয়।

Back To Top