মিলল আইপিএলে বর্ণ বৈষম্যের প্রমাণ : স্যামি কে ” কালু ” বলে সম্বোধন করেন ইশান্ত

সাইফুল্লা লস্কর : স্যামি কে ‘কালু’ বলে সম্বোধন করেন ভারতীয় ক্রিকেট দলের ফাস্ট বোলার ইশান্ত শর্মা। এই  ঘটনার জোরালো প্রমাণ সংগৃহিত হয়েছে।  ভারতে আইপিএল খেলতে এসে এই রকম লজ্জা জনক বর্ণ বৈষম্যর শিকার হয়েছেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ড্যারেন স্যামি। তিনি মিডিয়ার সামনে এক ভিডিও বার্তায় একথা জানান।  তবে, কে বা কারা তাঁকে এইরকম ভাবে কটাক্ষ করেছেন এবিষয়ে কোনো স্পষ্ট ধারণা দেননি তিনি। তবে এ বিষয়ের পোক্ত প্রমাণ হিসেবে ধরা হচ্ছে ইশান্ত শর্মার ইনসটাগামে  পোস্ট হওয়া একটি ফটোগ্রাফ। যেখানে ড্যারেন স্যামি কে ইশান্ত ‘কালু’ বলে অভিহিত করেন।

ফটো তে থাকা ৪ জনের বিষয়ে তিনি বলেন “এখানে আমি, ভুবি( ভুবনেশ্বর), কালু(ড্যারেন স্যামি) ও গান সানরাইজার্স “।

সময় টা ছিল ২০১৪ সাল, হিন্দিতে বলা কালু শব্দটির অর্থ তখন তিনি বোঝেননি। দুই- তিন দিন আগে তার অর্থ বুঝে ক্ষোভে ফেটে পড়েন  স্যামি।

তবে সানরাইজার্স টিমের সদস্যদের তরফ থেকে এখন ও কোনো প্রতিক্রিয়া লক্ষ্য করা  যায়নি।

শুধু মাত্র তিনিই নন আরও অনেকের ই এমন অবস্থার সম্মুখীন হতে হয়েছে। যেমন, জর্জ ফ্লয়েড, ভারতের দোদ্দা গনেশ প্রমুখ। সবার
কথা জেনে নিজের ক্ষোভ উগরে দেন ড্যারেন স্যামি। তাঁর অনুসারীরা পোস্ট টি ডিলিট করে
ক্ষমা চাইতে বলেন ইশান্ত কে।

Back To Top