আমফানের ক্ষয়ক্ষতী দেখতে দ: ২৪ পরগনায় কেন্দ্রীয় প্রতিনিধি দল

সাইফুল্লা লস্কর :  ঘূর্ণিঝড় আমফানের ক্ষয়ক্ষতি দেখতে দ: ২৪ পরগনার উত্তরাপুরে ঢুকল কেন্দ্রীয় দল। ঘুরে দেখেন ক্ষতিগ্রস্থ ঘরবাড়ি,চাষ জমি এবং কথা বলেন বিপর্যস্ত গ্রামবাসীদের সাথে। সময়মতো পর্যাপ্ত ত্রান না মেলার অভিযোগে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। যদিও এই অভিযোগ মানতে নারাজ তৃনমূল নেতৃত্ব। ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণের পর নবান্নে ফিরে বৈঠক করে কেন্দ্রীয় দল। কেন্দ্রের কাছে ১ লক্ষ ২ হাজার ৪৪২ কোটি টাকার ক্ষয়ক্ষতির খতিয়ান তুলে ধরেছে রাজ্যে।

আমফানের ক্ষয়ক্ষতি নিয়ে রাজ্যের তথ্য বিভ্রান্তিকর , কোনটা মানবে কেন্দ্র? ১ লক্ষ কোটির ক্ষতির হিসেবকে কটাক্ষ দিলিপের, বিজেপির অপপ্রচারের বিরুদ্ধে লড়াই চলবে পাল্টা তৃণমূলের।

কেন্দ্রীয় দলের ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ নিয়েও তুঙ্গে রাজনীতি। কেন্দ্রীয় প্রতিনিধিদের সাথে দেখা করে আর্থিক সাহায্য সরাসরি ক্ষতিগ্রস্থদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এর মাধ্যমে পাঠানোর দাবি জানায় বিজেপি।

ঘূর্ণিঝড়ের পর পাকা বাড়ি তৈরির টাকা ঢুকছে তৃনমূল নেতৃত্বের পকেটে। কেন্দ্রীয় দলের কাছে অভিযোগ বিরোধীদের। দুঃসময়ে মমতা কে খাটো করার চেষ্টা, পাল্টা পার্থ চট্টপাধ্যায়ের। আমফানের পর ভরা কোটালে রায়পুরের মুনি নদীর বাঁধ ভেঙে প্লাবিত বেশ কিছু অঞ্চল।

Back To Top