বিশিষ্ট আদিবাসী জীবন গবেষক পশুপতি মাহাতোর জীবনাবসন

দিনকাল ডেস্কঃ বিশিষ্ট আদিবাসী জীবন গবেষক ওঅ্যানথ্রোপলিটিক্যাল সোসাইটির প্রধান নৃতাত্ত্বিক কাফিল আহমেদের জীবনাবসান হল। অসুস্থ জনিত কারণে বৃহস্পতিবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নৃতত্ত্বের গবেষক আদিবাসী জীবন সম্পর্কে গভীর অনুসন্ধান ছিল পশুপতি মাহাতোর। লোক গান ও লোক সংস্কৃতিতে ছিল তার গভীর জ্ঞান। সিঙ্গুর – নন্দীগ্রাম আন্দোলনে তিনি যুক্ত ছিলেন। কালী পাহাড়ের উচ্ছেদ করে টাটানগর তৈরির বিরুদ্ধে তিনি সোচ্চার হন। তার মৃত্যুতে গভীর শোক বিভিন্ন মহলে।

Back To Top