আবার পিছোল বাবরি মসজিদ- অয্যোধ্যা কেসের সুনানী

আজকে নাটকীয়ভাবে সুনানী আবার পিছিয়ে দিল সুপ্রিমকোর্ট। বাবরি সুনানীর জন্য যে পাঁচ সদস্যের বেঞ্চ গঠিত হয়েছিল সেই ৫ জনের মধ্যে থেকে একজন বিচারপতি নিজেকে সরিয়ে নেন। ফলে তাঁর জায়গা খালি হয়ে যায়। সেইজন্য বাবরি সুনানী পিছিয়ে আগামী ২৯ জানুয়ারী পর্যন্ত।

বেঞ্চের ৫ জনের একজন বিচারপতি ইউ ইউ ললিত। যিনি ১৯৯৪ সালে তৎকালীন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কল্যান সিং এর আইনজীবী হিসাবে কাজ করেছেন। ১৯৯২ সালে কল্যান সিং এর আমলেই বাবরি মসজিদ ধ্বংস করা হয়। তাই আইনজীবী রাজীব ধাওয়ান এই বিষয়টি সুপ্রিমকোর্টের নজরে আনেন।

এরপরে বেঞ্চের ৫ সদস্য কিছুক্ষনের জন্য কোর্ট মুলতুবি রেখে আলোচনা করেন। আলোচনা শেষে বেরিয়ে এসে প্রধান বিচারপতি রঞ্জন গগই বলেন বিচারপতি ইউ ইউ ললিত নিজে বাবরি মামলা থেকে অব্যহতি নিয়েছেন। ফলে আজকে আর সুনানী সম্ভব নয়।

বিচারপতি ইউ ইউ ললিতের জায়গায় অন্য কাউকে নিয়ে আসার পরে আগামী ২৯ জানুয়ারী আবার সুনানী হবে বলে তিনি জানান।

Back To Top