বৃষ্টি থামলেও কলকাতায় জমা জল নামেনিঃ অভিযোগ

collected photo

দিনকাল ডেস্কঃ বৃষ্টি থেমে গেলেও কলকাতা মহানগরীর বিভিন্ন এলাকায় জল নামেনি বলে বৃহস্পতিবার নগরবাসীদের অভিযোগ। আর এতে এদিন নগরবাসীদের মধ্যে আতঙ্ক বাড়িয়েছে। বিশেষ করে দক্ষিণ ও পূর্ব কলকাতার বিস্তীর্ণ এলাকায় জল না নামায় জনজীবন বিপর্যস্ত বলে অভিযোগ। মধ্য কলকাতার কলেজ স্ট্রীট, সেন্ট্রাল অ্যাভিনিউ, রাজা রামমোহন সরণী, পার্ক সার্কাস সাত মাথার মোড়, সৈয়দ আমীর আলী অ্যাভিনিউ, প্রভৃতি এলাকায় এদিন জল নামেনি বলে অভিযোগ। পর্যাপ্ত পাম্পিং ষ্টেশন চালু না করার জন্যই কলকাতায় জল নামেনি। অন্যদিকে পুরসভার তরফে দাবি করা হচ্ছে, বুধবার রাতে দফায় দফায় এতো বৃষ্টি হয়েছে যে, কাজ করার মতো পরিস্থিতি ছিল না। বৃষ্টি ছাড়ার পর ধাপে ধাপে পুরসভার কর্মী থেকে ইঞ্জিনিয়ার কাজে নেমেছেন। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে।নিম্নচাপ ক্রমশ দুর্বল হচ্ছে বলে দাবী আলিপুর আবহাওয়া দপ্তরের। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের চরম অসুবিধা ভোগ করতে হচ্ছে এই বৃষ্টি হওয়ার জন্য। পরীক্ষার প্রথম দিন থেকে শুরু হয়েছে বৃষ্টি।

Back To Top