প্রয়াত গবেষক কল্যান চন্দ্র

দিনকাল ডেস্কঃ শুক্রবার ১লা মার্চ সকাল ৭ টায়  সাহিত্যিক সোমেন চন্দের ছোট ভাই ও শহিদ সোমেন চন্দ বিষযে প্রায় ৭০ বছরের নিবেদিত গবেষক কল্যাণ চন্দ ৮৯ বছর বযসে তার কামাল গাজির বাসায় (১৮৬, মসজিদ বাড়ি রোড কলকাতার ১০২)প্রয়াত হয়েছেন। ১৯৪২ সালে সোমেন চন্দের শহিদ হবার পর তাদের পরিবার কলকাতা চলে এসে পার্ক সার্কাসে দীর্ঘ দিন ছিলেন। সোমেন চর্চার দুই মহারথী কবি কিরণশংকর সেনগুপ্ত ও কল্যাণ চন্দ প্রকাশ করেন সাহিত্য চিন্তা নামক সান্মাসিক পত্রিকা। তার নিজের নামে এখনো  কোন গ্রন্থ  প্রকাশিত না হলে ও তিনি বহু প্রবন্ধ স্মৃতি কথা ও লিখেছেন সোমেন চন্দের তথ্য নিষ্ঠ জীবনী। যা বাংলাদেশে শিঘ্রই ব্ই হিসেবে  প্রকাশিত হবে। তিনি ইস্ট ইন্ডিয়া ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কাজ করার সময় ছিলেন সংগ্রামী শ্রমিক সংগঠক। সেই আদর্শ নিষ্ঠা আমৃত্যু তিনি পালন করে গেছেন। অনাড়ম্ভর ও আদর্শবান এই বিরল ব্যক্তিত্বের প্রতি আমাদের প্রাণের সংগ্রামী শ্রদ্ধা। সাধন চট্টোপাধ্যায় ও নীতীশ বিশ্বাস, সোমেন চন্দ স্মারক সমিতি।

Back To Top