বিজয় দিবস

~মোহন রায়হান

সেদিন আমি যোদ্ধা ছিলাম অস্ত্র হাতে

সঙ্গে ছিল হাজার যোদ্ধা রণাঙ্গনে

যুদ্ধ জয়ের বিজয়োল্লাসে ফেটে পড়া

আজকে আমি একলা মানুষ ঘরের কোণে

নিরস্ত্র নিঃসহায় কেউ পাশে নেই

বিষন্নতায় সারাটি দিন ডুবে ছিলাম

চোখ দেখেনি বাইরের আলো

স্বরচিত কারাগারের অন্ধ সেলে

অন্নহীন ক্ষুধা তৃষ্ণা উপেক্ষিত

মৃতপ্রায় পড়ে আছি ভোর থেকে সন্ধ্যা গেল

রাত্রি বাড়ছে ক্রমশ; বাড়তে দিচ্ছি অন্ধকার

চারিদিকে বিজয়ের গান ৭ মার্চের ভাষণ বাজছে মিছিল যাচ্ছে সামনে ভোটের শ্লোগান হচ্ছে টেলিভিশনে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী নেতানেত্রী ছাত্রছাত্রী জনগণ স্মৃতিসৌধ মুক্তিযুদ্ধের ঢল নেমেছে!

আমিই কেবল একলা ঘরে একা মানুষ

স্মৃতির অতল হাতড়ে ফিরি আমিও ছিলাম

একদা একদিন সবকিছুতে সব মিছিলে সকল যুদ্ধে আমার কন্ঠে শ্লোগান ছিল আকাশ ফাটানো সবার চেয়ে উচ্চকিত সবার চেয়ে দুর্বিনীত আমার ছিল শ্রেষ্ঠ সাহস বুলেটের সামনে বুক চিতানো সিংহের মতন

আমার হাতেও অস্ত্র ছিল একাত্তরে

পাকিস্তানের বুক ঝাঁঝরা করার

আমার চোখেও স্বপ্ন ছিল নতুন একটি মানচিত্র সবার জন্য সমানাধিকার সমান মূল্য ন্যায় বিচার সব ধর্মের সব জাতের সব মানুষের কানাকড়ির হিস্যা!

আজকে আমি স্বপ্নহীন আনন্দহীন সর্বহারা

একলা মানুষ একলা ঘরে অন্ধকারে পডে. আছি আমার মতন আমার সাথে আমার পাশে কেউই নেই বুকের ভেতর শুধু একটি শব্দ গুমরে মরে মুক্তিযুদ্ধ -হায় মুক্তিযুদ্ধ!!

Back To Top