শিখ দাঙ্গায় কংগ্রেস নেতা সজ্জন কুমার কে যাবজ্জীবন কারাদন্ড দিল দিল্লী হাইকোর্ট

দিনকাল ডেস্কঃ ১৯৮৪ সালের শিখ দাঙ্গায় জড়িত থাকার অপরাধে কংগ্রেস নেতা সজ্জন কুমারকে যাবজ্জীবন কারাদন্ডের শাস্তি শোনাল দিল্লী হাইকোর্ট। এর আগে কোর্ট থেকে ছাড়া পেলেও কোর্ট সেই রায় তুলে নিয়ে তাকে শাস্তি দিল। উল্লেখ্য, ১৯৮৪ সালের দাঙ্গায় ২৮০০ শিখ ধর্মের লোককে নৃশংসভাবে হত্যা করা হয়।

কোর্ট সাক্ষী জগদীশ কৌর এর সাহসকে কুর্নিশ জানিয়েছে এই মামলা চালিয়ে যাওয়ার জন্য। কঊর এর অভিযোগ কিছু অপরাধী রাজনৈতিক ভাবে আশ্রয় পেয়ে আসছে।

হাইকোর্ট ৩১ ডিসেম্বরের মধ্যে সজ্জন কুমারকে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছে।

দিল্লী ক্যান্টনমেন্ট এলাকার একটি পরিবারের ৫ জন সদস্যকে হত্যা করা ও দাঙ্গা লাগানোর অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। ১৯৮৪ সালে ইন্দিরা গান্ধীকে তার শিখ দেহরক্ষী হত্যা করে। এরপরেই শিখ নিধন শুরু হয়েছিল।  

Back To Top