সোস্যাল ইনফরমেশন সেন্টার এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

খেজুরিয়াঘাট, মালদা:-আবারও মানব ধর্মের পালনের অনন‍্য নজির রাখল সোস্যাল ইনফরমেশন সেন্টার। অসহায়, দূঃস্থ মানুষদের শীত বস্ত্র দান করল তারা। বৈষ্ণবনগর থানার পুরাতন ১৮ মাইল বাজারে আজ এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রায় একশত শীতের কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদহ জেলা আদালতের আইনজীবী সফিকুল হক ও এনটিপিসি’র আধিকারিক জাহিরুদ্দিন আহাম্মেদ মহাশয়। এছাড়াও উপস্থিত ছিলেন পার্শ্ববর্তী বীরনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এনামুল হক, প্রাক্তন শিক্ষক আলহাজ্ব জার্জীস, শিক্ষক রিজওয়ানুল ইসলাম সহ আরো অনেক।

দুর দূরান্ত থেকে আগত অসহায় মানুষগুলো শীর্ণ বদনে এই কনকনে শীতে এক টুকরো গরমকাপড় পেয়ে যেমন খুশি তেমনি তাদের হাতে এই উপহার তুলে দিতে পেরে খুশি সংগঠনের সভাপতি ফাজ্লে হক। তার মতে ‘আমরা যেন এভাবেই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের সেবা করতে পারি। যারা আমাদের এই উদ্যোগে আর্থিক ও মানসিকভাবে সহযোগিতা করেছেন তাঁদের প্রতি সোস্যাল ইনফরমেশন সেন্টার এর তরফে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামী দিনেও এরকম কর্মসূচি চলবে।’

Back To Top