বাংলা ভাষাকে বাঁচানোর দায় আমাদেরই

~অধ্যাপক নীতীশ বিশ্বাস~

দিনকাল ডেস্কঃ বাংলা ভাষা আন্দোলনের প্রায় অর্ধশতাব্দীর প্রচারক ও সংগঠক ঐকতান গবেষণা পত্র আপনাদের সহযোগিতা চায়। আপনাকে আমরা চাই এ আন্দোলনে।  তবে এ ভাষা আন্দোলন কেবল সাহিত্য সাধনা নয়, কর্ম সাধনা- মর্ম সাধনার ও অধিকার অর্জনের সাধনা। আপনাদের মনে আছে ২১শে ফেব্রুয়ারির-আন্দোলনের ব্যাপ্তি আমাদের দিয়েছে একটি ভাষা রাষ্ট্র। মৌলবাদী ধর্মান্ধতার বুক চিরে লক্ষ শহিদদের রক্তের বিনিময়ে এই রাষ্ট্রের নাম বাংলা দেশ । যেখানে বাঙালি জাতি সত্তা ধর্মীয় মৌল বাদের সংগে সংগ্রামী ঐতিহ্যে ঋদ্ধ। তাই বঙ্গবন্ধুর শহিদানের পরও ভাষিক পবিত্রতা বহমান। আর আমাদের আসামের  ১৯শে মের মহান প্রাণদানের ঐতিহ্য নন্দিত আন্দোলনের আবেগ কিছু  বেঁচে থাকলেও তার উজ্জ্বল উপস্থিতির অভাব আর কেন্দ্র ও রাজ্য সরকারের বাঙালি বিদ্বেষী চক্রান্তের মদতে উগ্র অসমীযা জাত্যভিমানীরা আজ এমন নীচ রাজনীতি তে মগ্ন যে বিশ্ব নিন্দিত এই ফ্যাসিবাদী শক্তির দ্বারা বাংলা ভাষা ও বাঙালি আজ বিনা অপরাধে আসামী।  পদে পদে  আক্রান্ত। আমরা  কলকাতা ঐসব অঞ্চলের আক্রান্ত সহোদরাদের পাশে যথার্থ ভাবে  দাঁড়াইনি।  এই সব অভিজ্ঞতা নিয়ে তাই সচেতন ভাষা আন্দোলন সংগঠিত করতে তার অভিমুখের সন্ধানে নানা আন্দোলনে, আলোচনার ও নিরন্তর গবেষণার মাধ্যমে সংকলিত করেছি নানা গ্রন্থ। আপনাকে অনুরোধ কোন সুযোগে আমাদের পত্রিকা ও গবেষণা গ্রন্থ গুলি দেখুন কিনুন পডুন আর আসুন আমরা বহু ভাষিক ভারতে ভাষা গণতন্ত্রের একটি সঠিক আন্দোলনের পথে অগ্রসর হই।আবার বলি সংকীর্ণতা মুক্ত ও নিস্ক্রি়য়তা মুক্ত এ আন্দোলন কেবল সাহিত্য উৎসব মাত্র নয়। অস্তিত্ব রক্ষার ও ভাষা গণতন্ত্রের আন্দো লন। আমার বাংলা ভাষী তাই আমাদের মাতৃভাষার কথা এখানে প্রাধান্য পেলেও ভারতে ভাষা গণতন্ত্রের জন্যই আমাদের সর্বভারতীয় আন্দোলন। ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের প্রতি আমাদের আবেদন দেশে ভাষা ও সাংস্কৃতিক গণতন্ত্র বিপন্ন হলে রাজনৈতিক গণতন্ত্রের বিপদ অবশ্যম্ভাবী। আমাদের কোনো পক্ষ পাতি তত্ত্ব নেই। এবার আপনাদের পরিষ্কার ভাষা নীতি চাই।

Back To Top