ভালোবাসা দিবস

~গোলাম কিবরিয়া

বায়ু দূষণ রোখার আগে সমাজ দূষণ রোখো ।
১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স এ চরিত্র দূষণ দেখো ।
ভালোবাসার ভ্যালেন্টাইন্স আসলো দেখো ফিরে ।
আগান-বাগান পার্কগুলো সব যুগোলরা রেখেছে ঘিরে ।
লজ্জা শরম পকেটে পুরে, দেখ সেজেছে কেমন সাজ ।
সকল ভালোবাসাকে বিসর্জন দিতে মেতেছে দু’জন আজ ।
লাল গোলাপের ছড়া-ছড়ি সবার হাতে হাতে ।
ভালোবাসার কাঙাল ওরে , নেশায় উঠেছে মেতে ।
বাবা-মায়ের ভালোবাসায় পেট ভরে না তোর ?
একজনের Love পেতে তুই সাজলিরে আজ চোর ।
ওরে পাগল/পাগলি বুঝলি নাকো হারালি কি তুই আজ ।
তোর জীবন থেকে হারিয়ে গেল যৌবনের‌ই রাজ ।
যৌবনের‌ই গর্ব তোর আজ ধূলায় মলিন হলো ।
গুঞ্জনা নিয়ে থাকলি বেঁচে যন্ত্রণা না গেলো ।
মূল্যবান এ যৌবনটারে অমূল্যে দিলি বিলিয়ে ।
ইহকাল ও গেলো পরকাল ও গেলো থাকবি’রে তুই কি নিয়ে ?
সময় আছে ফিরে আসার এখনও ওরে তোর ।
খোলা আছে প্রভূর কাছে তৌবারের‌ই দোর ।

Back To Top