উইঘুর তুমি

~উমর ফারুক

উইঘুর তুমি এক জীবন্ত প্রতিধ্বনি!!
কলতান নেচে বেঁচে থাকার নাম নয়!
করজোড়ে মার্জনা করুনার ত্যাগে নয়
তুমি নব্য জাহেলিদের ভিন্ন এক ভয়।।

তুমি কি অমর একুশের এই চলচিত্রে?
শুনেছি অমর নাকি আমৃত্যু!
আমি চেয়ে থাকি আজও প্রেম নিয়ে নিগুঢ়!!
জাতি আর ধর্মনিরপেক্ষ সরল ভাবে –
চলছে নিয়ে আপেক্ষিকতার তত্ত্ব,মিটবে তা কবে?
তোমার কোলে মানবতা আজ কাঁদছে
মানুষ মানুষ কে বিচ্ছিন্ন করে রেখেছে।
নিস্পাপ সন্তান নিরুপায় হয়ে
হাটে মাঠে খুঁজে পেতে থাকে শুধু চেয়ে
মা হারা সন্তান, সন্তান হারা মা’য়ে
দিকে দিকে দিক্ বিদিক জ্ঞান শুণ্য হয়ে
ছুটে চলে একেওপরের খোঁজ না পেয়ে।

উইঘুর তুমি এক দুরন্ত গতি, যাহা কিছু আছে
সবই অনাওতার সারি বেঁধে বসে রহে গাছে।
অবমাননার ফাঁদে ফেলে দিতে দিতে।

ধর্ম-কর্মের বিপ্লবের জন্য
নাহি কর সৎ কর্ম–জ্বলে টিপ্পনির আলো
তুমি নিভিয়ে তা জালো!?

তুমি কি শুনতে পাওনা তাদের চিৎকার?
বাতাসকে জিজ্ঞাসা করো?
আকাশের হাতদুটো ধরো!
তোমার জননিকেও প্রশ্ন করো
তুমি ঘরের স্তম্ভকেও বলতে পারো
তারা কি চাই!?
একবারও চাও,
নিস্পাপের দিকে চাও!
নিঃসন্তান কেও কাছে নাও।

তারা ‘চিৎকার’ করে কেঁদে বাঁচে জীবিত লাশ হয়ে
উইঘুর তুমি শুধু কান আওড়িয়ে থাকো!!
লাশের ওপর জুলুম নাহি বন্ধ কর
অধিকার আছে এবং অনধিকবার
কর বঞ্চিত, শয়ে শয়ে লাশের আঘাতে
পরাজিত সৈন্য সাজো….
জীবনের শেষ চিৎকার প্রতিবেশীর কানে পৌছায়
উইঘুর তোমার কানে কি এখনও পৌছেনি তোমার পুত্রের চিৎকার ?????

Back To Top