প্রেসিডেন্ট এরদোগানের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য লেবাননের টিভি উপস্থাপকের, প্রতিবাদে উত্তাল লেবানন

সাইফুল্লা লস্কর : লেবাননের এক টিভি উপস্থাপকের বর্তমান মুসলিম বিশ্বের সর্বাধিক জনপ্রিয় মুসলিম নেতা তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়্যেপ এরদোগানের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের জন্য প্রতিবাদে উত্তাল লেবানন। সংযুক্ত আরব আমিরাত দ্বারা পরিচালিত আল জাদিদ নামের টিভি চ্যানেলটির উপস্থাপক আর্মেনিয়ান বংশোদ্ভুত উপস্থাপক ‘দের হারুতিনিয়ান’ দেশটির প্রাক্তন পরিবেশ মন্ত্রী উইআম ওহাবের একটি সাক্ষাৎকার নেয়ার সময় উভয়ে তুরস্কের রাষ্ট্রপতি এবং তুরস্কের সাধারণ জনগণের বিরুদ্ধে আপত্তিকর এবং উস্কানিমূলক মন্তব্য করেন।

তার পর থেকেই ওই চ্যানেল এবং তার উপস্থাপকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যাবস্থা নেয়ার দাবিতে চ্যানেলের স্টুডিওর সামনে এবং দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল চলছে। ওই উপস্থাপকের বিরুদ্ধে ব্যাবস্থা নিতে লেবাননে তুরস্কের দূতাবাসের তরফ থেকে দেশটির বিদেশ মন্ত্রকের কাছে আহ্বান করা হয়েছে।

লেবাননের একটি মন্ত্রকের তরফ থেকে এই ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে। তারা বিষয়টিকে দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য ক্ষতিকর নলবলে অভিহিত করেছে। ওই উপস্থাপকের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়ার জন্য তার বিরুদ্ধে মামলা করেছেন এক আইনজীবী জিয়াদ মুহাম্মদ কাফিল।

Back To Top