পাকিস্তানের প্রশিক্ষিত সন্ত্রাসবাদী পঙ্গপালের দল ভারতে, আজব দাবি অর্ণব গোস্বামীর

সাইফুল্লা লস্কর : পঙ্গপাল আতঙ্ক নিয়ে দিন কাটাচ্ছেন পূর্ব পাকিস্তান এবং উত্তর ও মধ্য ভারতের বিস্তীর্ণ এলাকার মানুষ। ইতিমধ্যেই দুটো দেশে  লাখো একর জমির তৈরি ফসল নষ্ট করেছে এই পঙ্গপালের ঝাঁক। তবে কখনো কি ভেবেছেন এই পঙ্গপালের দল করো ষড়যন্ত্র বস্তবায়নে ভারতে আসতে পারে? অথবা এই পঙ্গোপালের দলকে প্রশিক্ষণ দিয়ে কেউ ভারতে পাঠাতে পারে? বা কেউ এই নিরীহ প্রাণীটিকে সন্ত্রাসবাদী হিসেবে ভারতের বিরুদ্ধে ব্যাবহার করতে পারে? এগুলো কোনো পাগলের প্রলাপ নয় এটা আমাদের মোদী ঘনিষ্ঠ মিডিয়ার শীর্ষ স্থানীয় সাংবাদিক, গেরুয়া শিবিরের কাছে অতিপ্রিয় দেশভক্ত রিপোর্টার রিপাবলিক ভারতের চিফ এডিটর অর্ণব গোস্বামীর দাবি।

তার মতে ভারতে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালানোর মতো পর্যাপ্ত সংখ্যক সন্ত্রাসবাদী হাতে না থাকায় পাকিস্তান এই পঙ্গপালের দলকে প্রশিক্ষণ দিয়ে ভারতে পাঠিয়েছে। অর্ণবের এমন আজব দাবির পর টুইটারে তাকে হাসির পাত্রে পরিণত করেছেন অনেকে। কেউ একজন একটি রাইফেল সহ এক পঙ্গপালের ছবি দিয়ে বলেছেন অর্ণব এমনই দেখেন পঙ্গপাল। আবার কেউ তার তীব্র সমালোচনা করে বলেছেন, ধন্যবাদ অর্ণব ভারতীয় সাংবাদিকতাকে এতটা নিচে নিয়ে যাওয়ার জন্য।

Back To Top