পাকিস্তানের তুলনায় ভারতে করোনায় মৃত্যুহার বেশি

সাইফুল্লা লস্কর : করোণার সংক্রমনে পাকিস্তানের তুলনায় ভারতে মৃত্যুহার বেশি। এই তথ্য জানা গিয়েছে জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিচালিত একটি গবেষণা থেকে। ভারতে বর্তমানে করোনায় মৃত্যুহার ৩.৩%, যেখানে পাকিস্তানে এই হার ২% বলে জানা গিয়েছে

সারাবিশ্বের মধ্যে মৃত্যুহার সর্বাধিক ফ্রান্সে। যেখানে মৃত্যুহার ১৫.২%, যুক্ত রাজ্যে এই হার ১৪.৪% । আমেরিকাতে করোনায় মৃত্যুহার ৬% বলে গবেষণাটিতে দেখা গিয়েছে। এখনও পর্যন্ত পুরো বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৪৮ লাখ ছাড়িয়েছে এবং মৃতের সংখ্যা ৩ লাখ ২০ হাজারের বেশি। ভারতে করোনা আক্রান্ত ব্যাক্তির সংখ্যা ১ লাখ ২ হাজার পার করেছে এবং মৃত্যু হয়েছে ৩১৬৭ জনের। যেখানে পাকিস্তানে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪৩ হাজারের কিছু বেশি এবং মৃতের সংখ্যা ৮৮৫ জন।

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা সময়ের সঙ্গে নতুন নতুন রেকর্ড সৃষ্টি করে বাড়ছে। কিছুু নিয়ম শিথিল করে চতুর্থ দফার লকডাউন শুরু হওয়ার প্রথম দিন আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে। আবার সামনে ঘূর্ণিঝড় আমফানের বিপর্যয়ের কারণে সামগ্রিক পরিস্থিতি আরো বিপদজনক হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।

Back To Top