নতুন অভিনবত্ব ও আঙ্গিকের বাংলাদেশের সাহিত্য-পত্রিকা “ নতুন-এক-মাত্রা”

~অর্ণব চৌধুরী~

নতুন এক মাত্রা

কলকাতা সাহিত্য পত্রিকা বলতে যেমন ‘দেশ’ কিংবা ‘নবকল্লোল’ কে বোঝায় , তেমনি বাংলাদেশের ঢাকার সাহিত্য পত্রিকা বলতে ‘ কালি ও কলম’ কে বোঝায় । কিন্তু না সেই ট্র্যাডিশন ভেঙ্গে দিয়ে ঢাকা থেকে প্রকাশিত ‘নতুন এক মাত্রা’ অন্যতম মাত্রা দান করেছে একটি সাহিত্য – পত্রিকা হিসাবে । বাংলাদেশের বিশিষ্ট ছোট গল্পকার নাজিব ওয়াদুদ, ফজলুল হক তুহিন, খোরশেদ আলম বাবু, শাহাদাৎ হোসেন, সাঈদ আবু বকর, থেকে শুরু নতুন ও মধ্য বয়সের এক ঝাঁক লেখক-কবি-সাহিত্যিক-গবেষক এর লেখায় ‘সমৃদ্ধ নতুন এক মাত্রা’ দুই বাংলার পাঠক সমাজের কাছে সাহিত্য পত্রিকা হিসাবে ক্রমশই জনপ্রিয় হয়ে উঠছে। বিগত ৩ বছর ধরে এই পত্রিকা ছোট গল্পকার নাজিব ওয়াদুদের হাত দিয়ে পেলেও পত্রিকাটি এখন পত্রিকার কার্যনির্বাহী সম্পাদক অধ্যাপক ফজলুল হক তুহিনের মাধ্যমে নিয়মিত পাই। বিশেষ করে ২০১৮ সালের ‘হেমন্ত সংখ্যা’ আমাদের দিনকাল ডট কর্মের দপ্তরে এসেছে। এই সংখ্যার এক বড় পাওনা সায়ীদ আবু বকরের ‘নবিনামা’ ও খুরশীদ আলম বাবু-র ‘চেনা মানুষের অচেনা কথাকার হুমায়ন কাদির’, শহীদ ইকবালের ‘সত্তর বছরের বাংলাদেশের গল্প’, আশরাফ পিন্টুর ‘বাংলাদেশের ছড়ায় মুক্তিযুদ্ধের চেতনা’, মোহম্মদ আব্দুর রউফের ‘আহমেদ ছফা’ মানবিক ও কল্যাণমুখী সমাজ বিনির্মাণের স্বপ্ন সারথী’ -যথেষ্ট প্রশংসার দাবী রাখে। পশ্চিমবঙ্গের বিশিষ্ট লেখক -কবি-সাংবাদিক মোহম্মদ সাদউদ্দিনের ‘আহমেদ ছফার বঙ্কিম বিচার , সাম্প্রদায়িক ও কিছু কথা’ আবার নতুন করে বঙ্কিমচন্দ্রের সাম্প্রদায়িক রূপকে চিনিয়ে দিয়েছে। যথেষ্ট তথ্য বহুল লেখাটি। নাজিব ওয়াদুদের ধারাবাহিক ‘ পদ্মাপাড়ের উপাখ্যান’ একটি ভাল কথা সাহিত্য। পাঠককে যথেষ্ট আকর্ষণ করে। একটি কথা দুঃখের হলেও সত্য যে , বাংলাদেশের পাঠক-লেখক- কবিরা যতটা বাংলাদেশ সম্পর্কে জানে। কলকাতার পাঠক বা পশ্চিমবঙ্গের পাঠকরা ততখানি জানেন না। এদানিং পশ্চিমবাংলায় এই চর্চা একটু একটু বাড়ছে যদিও। বাংলাদেশ অবিভক্ত বাংলা ও বাঙালির সংস্কৃতিকে চর্চা করে। কলকাতা অনেকটায় পিছিয়ে। ‘নতুন এক মাত্রা’র হেমন্ত সংখ্যা’র প্রতিটি লেখাই উৎকৃষ্ট। দুই বাংলার সাংস্ক্রিক মেলবন্ধন কে সুদৃঢ় ও শক্তিশালীর ইঙ্গিত দিচ্ছে এই পত্রিকা।

‘নতুন এক মাত্রা’

সম্পাদক- আল মুজাহিদী

নির্বাহী সম্পাদক- ফজলুল হক তুহিন

বাড়ি- ৪৫, রোড-৩, সেক্তর-১০ উত্তরা, ঢাকা- ১২৩০

মুল্য- ৪০ টাকা

Back To Top