তপসিয়া খাল আজও সংস্কারহীন!

তপসিয়া খালের একাংশ

দিনকাল ডেস্কঃ পূর্ব কলকাতার গুরুত্বপূর্ণ তপসিয়া-খাল আজও পরিপূর্ণ ভাবে সংস্কার ও ড্রেজিং হয়নি। আর এর ফলে তপসিয়া-খালপার এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে বলে এলাকা বাসিদের অভিযোগ। তপসিয়ার এই সুদীর্ঘ। এই খালের চারপাশে জনপদ । খালটি ই এম বাইপাশে বাসন্তী রোডের ধারে বিদ্যাধরীর লিংকেজ খালে মিশেছে। প্রতিদিন গ্যালন গ্যালন ট্যানারির শতাধিক পুরোনো এই খালের উপর কম করে তিনটি সেতু হলেও খালটি কোনও সময় সংস্কার করার উদ্যোগ নেওয়া হয়নি ডান-বাম দুই আমলেই বলে  অভিযোগ স্থানীয়দের  । ট্যানারির জল খাল ছাপিয়ে ঘোটকপুর – বাসন্তী হাইওয়ের ফসলি জমিতে ঢুকে গিয়ে জমির উর্বর শক্তিকে নষ্ট করে দেয়। ফসলি জমির শাক-সব্জির মধ্যে মিশে যায় ট্যানারির জলের রাসায়নিক-জীবানু যা মানুষের দৃষ্টি শক্তিকে নষ্ট করে দেয় বলে অভিযোগ। তপসিয়া থেকে ঘটকপুকুর পর্যন্ত এই ঘটনা ঘটছে বলে স্থানীয়দের অভিযোগ। সায়েন্সসিটি থেকে ঘটকপুকুর পর্যন্ত বিশাল ফসলি জমির কৃষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।   

Back To Top