কৃষি ঋণ মাফ না করা পর্যন্ত বিশ্রাম নেই

ছবি সংগৃহীত

কৃষকদের  কৃষি ঋণ মাফ না করা পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিশ্রাম নিতে  দেবেন না কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। মধ্যপ্রদেশে ক্ষমতায় এসেই রাহুল গান্ধীর দলের রাজ্য সরকার কৃষি  ঋণ মাফ করেছে। একই ঘটনা ঘটেছে ছত্তিশগড়ে। এই  দু’টি দৃষ্টান্ত তুলে ধরেন রাহুল। সাংবাদিকদের তিনি জানান, রাজস্থানেও একই কাজ হবে। তিনি বলেন, আপনারা  লক্ষ্য করেছেন, কাজ কিন্তু শুরু হয়ে গেছে। আমাদের জয় মানে আসলে কৃষকদের জয়। কংগ্রেস বলেছিল ঋণ মাফ করা হবে, হয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী কথা  দেওয়া  সত্ত্বেও ঋণ মাফ করেননি।তিনি আরো বলেন, কৃষকদের ঋণ মাফ না করা পর্যন্ত আমরা প্রধানমন্ত্রীকে ঘুমাতে কিংবা বিশ্রাম নিতে দেব না। প্রধানমন্ত্রী হতদরিদ্র কৃষকদের কথা না ভেবে শুধু তার বিত্তবান বন্ধুদের কথা চিন্তা করেন।রাহুলের কথায়, একদিকে আমাদের দেশে কৃষকরা থাকেন, ছোট ব্যবসায়ীরা আছেন। অন্যদিকে আছেন বিত্তবান ব্যক্তিরা। প্রধানমন্ত্রী কৃষকদের বঞ্চিত করে তাদের পকেটে তিন হাজার পাঁচশ কোটি টাকা দেন।নোটবন্দি নিয়ে রাহুল বলেন, নোটবন্দির অন্যতম উদ্দেশ্য ছিল আর্থিকভাবে পিছিয়ে পড়া লোকদের থেকে টাকা নিয়ে বড়লোকের হাতে দেওয়া।অন্যদিকে রাফাল যুদ্ধ বিমান নিয়ে বলেন, জেপিসি (জয়েন্ট পার্লামেন্টারি কমিটি) করলেই সঠিক তথ্য জানা যাবে।

Back To Top