ডায়মন্ড হারবার কেন্দ্রের বিজেপি প্রার্থী নীলাঞ্জন রায়ের রোডশো আটকালো গ্রামবাসীরা

উত্তেজিত গ্রামবাসীর একাংশের চিত্র

 দিনকাল ডেস্কঃ আজ সকাল সাড়ে দশটার সময় ডায়মন্ড হারবার কেন্দ্রের বিজেপি প্রার্থী নীলাঞ্জন রায়ের একটি রোড শো করার কথা ছিল। আগাম অনুমতিও তার নেওয়া ছিল। কিন্তু বজবজ থানার অন্তর্গত শ্যামপুরের নারকেল ডাঙ্গায় এই রেলি শুরু হওয়ার মুখেই কয়েকশো মহিলা পথ আটকায়। তাদের দাবি ঘোষণা মত ১৫ লক্ষ টাকা আমাদের একাউন্টে মিটিয়ে দেওয়া হোক তাহলে আমরাও এই রেলিতে অংশগ্রহণ করব এদের সাথে ঘুরবো আর যদি মিটিয়ে দেওয়া না হয় তাহলে কোন ভাবেই এই রেলি এখান থেকে আমাদের পাড়ার ভেতরে যাবে না। বহুবার বহু রকম ভাবে বজ বজ থানার পুলিশ তাদেরকে বুঝিয়ে কোন রকম ভাবে অবরোধ তোলা যায়নি।

রাস্তায় গর্ত করে গাড়ী যেতে বাঁধা প্রদান

দফায় দফায় কখনো গাড়ির সামনে এসে কখনো রাস্তা কেটে এই অবরোধ কর্মসূচি চলতে থাকে। প্রায় সাড়ে তিন ঘণ্টা এই অবরোধ চলার পরে পুলিশের অনুরোধে অবরোধ তুলে নেওয়া হয়। নীলাঞ্জন রায়ের বক্তব্য এরা কেউই সাধারণ মানুষ নয় প্রত্যেকেই তৃণমূল মদতপুষ্ট লোক। তৃণমূলের প্ররোচনাতেই তারা এই বিক্ষোভ কর্মসূচি করছে। আমার আজকের এই রালির যেহেতু সম্পূর্ণ অনুমতি আছে তাহলে পুলিশ কেন এদের অনেক আগেই সরিয়ে দিলো না। এরপর রেলি শুরু হলেও দফায় দফায় তাদের আটকানো হয় এবং বলা হয় ১৫ লক্ষ না দিন কমসেকম এক লক্ষ টাকা দিন আর যদি না দেন তাহলে এভাবে হাতজোড় করে আমাদের পাড়ায় ঘুরবেন না। অবশেষে বজবজ এর একটি অংশ এই রেলি ঘুরে যখনই মহেশতলার চাকা তলা মোড়ের কাছে এসে পৌঁছায়, আবারো কয়েকশো সাধারণ মানুষ রেলি ঘিরে ধরে এবং কোনো রেলি যেতে পারবে না এমন হুংকার এবং স্লোগান দিতে থাকে। নীলাঞ্জন রায় তার গাড়ি ঘোরাতে বাধ্য হয় এবং পুনরায় বজবজ এর দিকে চলে যায়।

Back To Top