কড়া নিরাপত্তায় পঞ্চম দফার ভোট রাজ্য ও সারাদেশে

দিনকাল ডেস্কঃ সোমবার সারা দেশে পঞ্চম দফার লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিন পশ্চিমবঙ্গের তিন জেলার সাতটি লোকসভা  কেন্দ্রের ভোট হবে। লোকসভা কেন্দ্র গুলি হল বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলী, ও আরামবাগ। ৭টি লোকসভা কেন্দ্রের ১৩২৯০টি বুথে ৫২৮ কোম্পানী কেন্দ্রীয় বাহিনি মোতায়েন করা হয়েছে। বাড়ি থেকে বুথ পর্যন্ত একজন ভোটারকেও ভোট দানের জন্য কেন্দ্রীয় বাহিনি সাহায্য করবে। সকাল সাতটা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে।

বনগাঁ ১৮৯৯, ব্যারাকপুর ১৫৬৭, হাওড়ার ১৮৬৮, উলুবেড়িয়া ১৮২৬, শ্রীরামপুরের ২০৩৩, হুগ্লীর ২০৩৯ ও আরামবাগ লোকসভায় ২০৫৮ টি বুথে ভোট হবে। রবিবার নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে। ব্যারাকপুর সবচেয়ে স্পর্শকাতর লোকসভা কেন্দ্র। বিশেষ নজরদারী করা হয়েছে। উল্লেখ্য রবিবার এই লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় বিজেপি প্রার্থী অর্জুন সিং- এর লোকজনের সঙ্গে তৃণমূলের সংঘর্ষ হয়েছে। হালিশহর বাণীমন্দির এলাকায় ব্যাপক পুলিস আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। নির্বাচন কমিশন আরও জানিয়েছে ৭টি লোকসভা কেন্দ্রে প্রায় শতাংশ পরিমাণ কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। বাড়ি থেকে বুথ পর্যন্ত ভোটারদের নিরাপত্তা দেওয়া হবে।  

Back To Top