পঞ্চম দফার লোকসভা নির্বাচনের আজ ৫১টি কেন্দ্রে ভোট গ্রহণ

দিনকাল ডেস্কঃ ভারতের ১৭তম লোকসভা নির্বাচনের আজ পঞ্চম দফার ভোট গ্রহন  হচ্ছে সারা দেশের ৫১টি লোকসভা কেন্দ্রে।  আজ মোট সাতটি রাজ্যে ভোট হচ্ছে এর মধ্যে হল পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড। এই ৫১টি লোকসভা কেন্দ্রের মোট বুথ রয়েছে ৯৬,০৮৮ টি । মোট রেজিস্টার ভোটার আছে প্রায় ৮ কোটি ৯৬ লক্ষ মত। এই সব কেন্দ্রে বিভিন্ন দলের মোট৬৭৪ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছে। মোট পুরুষ ভোটার হল ৪ কোটি ৬৩ লক্ষ ও মহিলা ভোটার হল ৪ কোটি ১৩ লক্ষ আর উভয় লিঙ্গের ভোট হল ২,২১৪ জন।

 কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া প্রায় শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ হচ্ছে। পশ্চিমবঙ্গের সাতটি লোকসভা কেন্দ্রে ভোট হচ্ছে আজ। এই সব কেন্দ্র গুলি হল ব্যারাকপুর, আরামবাগ, হুগলী, হাওড়া, বনগাঁ, শ্রীরামপুর, উলুবেড়িয়া। ৭টি লোকসভা কেন্দ্রের ১৩২৯০টি বুথে ৫২৮ কোম্পানী কেন্দ্রীয় বাহিনি মোতায়েন করা হয়েছে।

Back To Top