করোনা কোপে ভাগ্য বিপর্যয় নারী সমাজের, বাড়ছে নারী নির্যাতন

সাইফুল্লা লস্কর : মনিষিরা বলেছেন যে কোনো সমাজের নবজাগরণ নারী জাগরন ছাড়া সম্ভব নয়। সুতরাং, নারী সম্প্রদায়কে বেশি প্রাধান্য দেওয়া উচিত। কিন্তু, সমাজের কিছু অকাঠ্য মূর্খ, গোঁড়া ও কুসংস্কারে আচ্ছন্ন ব্যাক্তি নারীদের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে। এমনকি বিশ্বের এই ভয়াবহ অবস্থাতেও কিছু অসাধু ব্যাক্তি নির্বিবাদে নারীদের উপর অত্যাচার করছে। আর এটা শুধু একটি গ্রামেই নয় ছড়িয়ে আছে শহর অঞ্চলগুলোতে ও।

আর লকডাউনে তা হয়েছে সীমাহীন। কারণ, বাড়ির বাইরে যেতে পাচ্ছে না কেউই। সুতরাং, যে অত্যাচারিত হচ্ছে সেও বাড়িতে ২৪ ঘন্টা আর যে অত্যাচার করছে সেও বাড়িতে। এমনই একটি ঘটনা, বালিগঞ্জের এক ৪০ বছরের মহিলার। দুজনেই ব্যাঙ্কে কাজ করেন, লকডাউনের কারণে বাড়িতেই আবদ্ধ থাকতে হয় আর তখনই নিপিড়নের শিকার হতে হয় তাকে। সারাক্ষণ এক জায়গায় থাকায় দাম্পত্য জীবনে সুখের দিনগুলো অনেক ক্ষেত্রে বিষময় হয়ে উঠছে। পারস্পরিক বোঝাপড়ার অভাব এতদিন অনেকে কোনো রকমে মানিয়ে চলতে পারলেও এখন তা প্রকট হয়ে ধরা দিচ্ছে।

উল্লেখ্য, নারী নির্যাতনের বিরুদ্ধে গড়ে উঠেছে
অসংখ্য সমিতি। কিন্তু তা সত্বেও নারী নির্যাতনের ঘটনার সংখ্যা খুব বেশি হ্রাস পায়নি।

Back To Top