ইসলামের জন্য সঙ্গীত ছাড়ছেন প্রখ্যাত শিল্পী আতিফ আসলাম

সাইফুল্লা লস্কর : ইসলামের জন্য সঙ্গীত ছাড়তে চলেছেন বলিউড কাঁপানো প্রখ্যাত পাকিস্তানি সঙ্গীত শিল্পী আতিফ আসলাম। এই শিল্পী কাশ্মীরি বলিউড অভিনেত্রী জায়রা ওয়াসিমের পথ অনুসরণ করতে চলেছেন বলে সোনা যাচ্ছে। পাকিস্তানের জিও নিউজের ক্যাপিটাল টক অনুষ্ঠানে সঞ্চালক হামিদ মিরের সঙ্গে কথোপকথনের সময় তিনি বিষয়টি উল্লেখ করেন।

তিনি বলেন, এটি একটি ব্যক্তিগত বিষয়। ইসলামের কাছাকাছি থাকবেন বলে জানা। সঙ্গীত জগৎ পুরোপুরি ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি এবং সঙ্গীতের মাধ্যমে ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়গুলো উপস্থাপন করবেন যেমন করেছেন ‘ তাজদার ই হারেম ‘ এবং ‘ আসমা উল হুসনা ‘ এর মতো তার দুটি ইসলামিক সঙ্গীতের মাধ্যমে।

ভাইরাল হওয়া তার দেয়া একটি আযানের বিষয়ে কথা বলতে গিয়ে তিনি মক্কা এবং মদিনাতে এমন আযান দেয়ার ইচ্ছার কথা প্রকাশ করেন।

পাকিস্তানে লকডাউন শুরু হওয়ার প্রথম দিকে তিনি তাজদার ই হারাম এবং আসমা উল হুসনা নামে দুটি সঙ্গীতে সুর দিয়েছেন।

Back To Top