করোনার রেকর্ড সংক্রমণ দেখল বিশ্ব

সাইফুল্লা লস্কর : সারা বিশ্বে টানা তিন দিন করোনা আক্রান্তের সংখ্যা রেকর্ড সৃষ্টি করেছে। সারা বিশ্বে শনিবারও করোনায় আক্রান্ত হয়েছে সোয়া লাখ মানুষ।
এ নিয়ে কোভিড ১৯ এ আক্রান্তের সংখ্যা
ছাড়িয়েছে সাড়ে ৬১ লাখ এবং মৃত্যু হয়েছে প্রায় ৩ লাখ ৭১ হাজার মানুষের।

গত ২৪ ঘন্টায় এই ভয়াবহ ছোঁয়াচে রোগে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী প্রাণ হারিয়েছে প্রায় ৪ হাজার মানুষ, যার মধ্যে সবচেয়ে বেশি প্রান হারিয়েছে যুক্তরাষ্ট্রের বাসিন্দারা। নতুন করে সংক্রামিত হয়েছে ২৩ হাজার, মোট আক্রান্তর সংখ্যা পেরিয়েছে ১৮ লাখ।

ইতালি, যুক্তরাজ্য, স্পেন সহ ইউরোপের সব দেশেই নতুন করে আক্রান্ত এবং প্রাণ হারানোর নিম্নমুখী ধারা এখনও পর্যন্ত অব্যাহত আছে। মৃত্যুর দিক থেকে স্পেন ও ফ্রান্সকে টপকে এখন চতুর্থ শীর্ষ দেশ ব্রাজিল। যেখানে প্রাণ হারিয়েছে প্রায় ২৯ তিরিশ হাজার মানুষ, মোট আক্রান্ত ৩ লাখ।

সংক্রমনের দিক থেকে তৃতীয় শীর্ষ স্থানে
আছে রাশিয়া, আক্রান্ত ৪ লাখ ও মৃত্যু হয়েছে সাড়ে ৪ হাজারের ও বেশি মানুষের।

উল্লেখ্য, ভারতেও আক্রান্তের সংখ্যা পাল্লা দিয়ে
চলেছে শীর্ষ আক্রান্ত দেশ গুলির সাথে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। কেউ জানে না এর শেষ কোথায়? 
ভারতে আক্রান্তের সংখ্যা যেভাবে বাড়ছে
তা থেকে এটা স্পষ্ট  যে ভারত দিনে দিনে আরো কঠিন থেকে কঠিনতর বিপদের সম্মুখীন হতে চলেছে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞ মহল। কেউ কেউ এটাও মনে করছেন যে ভারত একদিন যুক্তরাষ্ট্র কেও
ছাড়িয়ে যেতে পারে।

Back To Top