কবিতা: মুহাম্মদ জসিম এর দুটি কবিতা

দুই দিনের মুসাফির

দুই দিনের মুসাফির
মায়াবী এ জগৎটির।
বিবেক, হারিয়ে তুমি
কোথায় রাখ লক্ষের তীর?

জ্ঞানচক্ষুটি খুলে দেখ
পুরোটাই মরীচিকা।
বেলা ফুরোলেই অতিথি তুমি
হয়ে পড়বে একা!

দুই দিনের মুসাফির
মায়াবী এ জগৎটির।
মাটির উপর দালান তুলে
পেয়েছো তুমি স্বর্গ নীর?

সন্তুষ্টি লাভের করো আশা
রুষ্ঠতা লাভের নয়।
আজরাইলের ডাক পড়লে
পাবেনা রেহাই।

জীবন তরী

বৃষ্টি ভেজা দিনে হাওয়া
তোমার আগমন।
তোমার ছোঁয়ায় তৃপ্তি পায়
ছোট্ট আমার প্রাণ।
হঠাৎ তোমায় দেখতে পেয়ে
থমকে আমি পরি।
ভাষা হারায়ে ফেলি ওগো
মোর জীবন তরী।
বয়ে যাও মোর সামনে দিয়ে
চক্ষু শীতল করে।
পাগল মন চাই সদা
আঁকরে রাখি ধরে।
ভিড়ের মাঝে তুমি যখন
দাড়িয়ে পড়ো একা
দুনয়নের মিলন হয়
লাগে আমার চোখে ছ্যাঁকা।
সেইদিনেরই সুখের স্মৃতি
ভুলতে না কভু পারি।
শুভদৃষ্টি হইগো যেদিন
মোর জীবন তরী।
আড়াল থেকে চোখটি তুলে
দেখতে যখন চাও।
জীবন তরী তুমি আমার
দেখতে নাহি পাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top