কবিতা: বিচার করো

বিচার করো

গোলাম মহাম্মদ

ন্যায় বিচারের গর্দান ভেঙে অনাচারই আজ দামী!
বিচার করো বিচারপতি বিচারদিনের স্বামী
ধ্বংশ গরীব,ধর্ষিত শীশু…..
পথের ধারেতে কাঁদে মেরি-যিশু!
হেরি আর চোখে বারি আসে রোজ,বন্দি আজিকে আমি৷
বিচার করো হে বিচারপতি বিচারদিনের স্বামী৷

তুমি প্রভু তুমি স্রষ্টা সবার,কেন তবে রোজ এত হাহাকার?
দিবস রজনী নদীর ভাঙনে ভেসেযায় যতসুখী পরিবার!
অনাহারে ঘরে
পেটে ছেলে মরে
হায়নার মতো পথের দুধারে ঘোরে যত শিশুকামী
বিচার করো হে বিচারপতি বিচারদিনের স্বামী,

দেশের শাষক ভক্ষন করে শোষন করে ছলে
ক্ষোভ যদি করি গুলি করে তারা আসে তেড়ে দলবলে,
দেশের মানুষ
রঙিন ফানুষ
কার মনে কি তা আছে তুমি জানো ওহে অন্তর্যামী
বিচার করো হে বিচারপতি বিচারদিনের স্বামী৷

তোমার ধর্ম নিয়ে করে ঝুঠা মোল্লারা ফাজলামী
অসৎ মানুষ করে শুধু রোজ মাসুমের বদনামী,
ছোটোদের বলে বড়োরাই ঠিক
তোমার সহিত করিছে শরিক
কহিছে বড়োরা “যা করি ভালোর জন্যই করি আমি”
বিচার করো হে বিচারপতি বিচারদিনের স্বামী৷

ভালোবাসা কেই বলে অপরাধ,নিজে করে নোংরামী
নারী পুরুষের মিলন ত্যাজিয়া হতে চায় সমকামী,
বেকার মানুষ
নহে সুপুরুষ
মজুরের চেয়ে সরকারের ঐ চাকরেরাই আজ দামী
বিচার করো হে বিচারপতি বিচারদিনের স্বামী।

অসীম আলোক অসীম বিশ্ব জগৎ পালক প্রভু
সময়-সৃষ্টি-বিজ্ঞান সবে নাহি অবাধ্য কভু
কেন অবাধ্য মানবজাতি
ফুলায় বেহায়া বুকের ছাতি
রক্ষা করো ইমান মোদের,না হই বিপথগামী
বিচার করো হে বিচারপতি বিচারদিনের স্বামী৷৷


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top