কবিতাঃ অনুভবের তুমি

অনুভবের তুমি

~সীমন্তিনী দে

তোমাতে দেখেছি আমি–লাল আবীর মাখা ভোরের আকাশ।
তোমাতে দেখেছি আমি–শিশির ভেজা ঘাসের ওপর রোদের কিরণ।
তোমাতে দেখেছি আমি–পড়ন্ত বিকেলের নীল আকাশে এক ঝাঁক পায়রার অবাধে উড়ে যাওয়া।
তোমাতে দেখেছি আমি–পুষ্করিণীর জলে পদ্মের ভেসে থাকা।
তোমাতে দেখেছি আমি–শ্রাবনের বর্ষণ মুখরিত সন্ধ্যায় বিদ্যুতের ঝলকানি।
তোমাতে দেখেছি আমি–স্নিগ্ধ হাওয়ায় ভৈরবী সুরের মধুর স্বরলিপি।
তোমাতে দেখেছি আমি–গভীর রাতের প্রকৃতির নিঃস্তব্ধতা।
তোমাতে দেখেছি আমি–প্রেমের দর্পনে ভালোবাসার মিলনের ক্ষণ।
তোমাতে দেখেছি আমি–আমার ভালোবাসার সেই নাম, যা চিরন্তন।।

Back To Top