বেগম রোকেয়ার কবরস্থান সংস্কারে রাজ্য সরকারের উদ্যোগ

দিনকাল ডেস্কঃ স্বাধীনতার ৭১ বছর কেটে যাওয়ার পর এবার রাজ্যসরকারের সুমতি হল নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার কবর সংস্কার করার। পূর্ববঙ্গের রংপুর তার জন্মস্থান হলেও ভাগল্পুর ও কলকাতায় নারী শিক্ষার প্রসারে তার ভূমিকা ঐতিহাসিকভাবেই গুরুত্বপূর্ণ। পূর্বের কংগ্রেস সরকার কিংবা ৩৪ বছরের বামফ্রন্ট সরকার উত্তর ২৪ পরগণার সোদপুরে (পানিহাটি পুরসভা) বেগম রোকেয়ার কবরস্থান সংস্কারের কোনও উদ্যোগ নেয়নি। আগামী ৯ ডিসেম্বর বেগম রোকেয়ার জন্মদিন উপলক্ষে রাজ্য সরকার ও পানিহাটি পুরসভা যৌথভাবে বেগম রোকেয়ার কবরস্থান সংস্কার করবে বলে খোদ নবান্ন সুত্রে জানানো হয়েছে। রাজ্য সরকারের এই উদ্যোগ ও সদিচ্ছাকে স্বাগত জানিয়েছেন রোকেয়া ইন্সটিটিউট অব ভ্যালু এডুকেশন অ্যান্ড রিসার্চের সাধারণ সম্পাদক বিশিষ্ট রোকেয়া গবেষক প্রাণতোষ বন্দোপাধ্যায়। তিনি বলেন রাজ্য সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানাই।

শিক্ষাব্রতী রোকেয়াকে প্রাথমিক-মাধ্যমিক-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচীতে পঠন-পাঠনে  আনতে হবে। নতুন প্রজন্ম যত বেশি করে রোকেয়াকে জানবে তত উপকৃত হবে।

উল্লেখ্য, ১৯৮৪ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের জাতীয় সংহতি পরিষদের চেয়ারম্যান অধ্যাপক শান্তিময় রায় ও বিশিষ্ট ইতিহাসবিদ অধ্যাপক ডঃ অমলেন্দু দে, প্রাণতোষ বন্দোপাধ্যায়, বিশ্বকোস পরিষদ সহ কিছু সহৃদয় ব্যক্তি ও সংগঠন সোদপুরে বেগম রোকেয়ার কবস্থান চিহ্নিত করেন এবং সমাধিফলক স্থাপন করেন। সেসময় বিজেপি সহ কিছু হিন্দুত্ববাদ সংগঠন বাঁধা দিলেও তাঁরা ব্যর্থ হয়।

Back To Top