কবিতাঃ দাড়াও

~উমর ফারুক

দাড়াও; ক্ষয়িষ্ণু শিলার রঙ এবার সাদা হতে পারে
ঘুণ ধরা এই ধারায় কু্ঞ্ঝটিকার বান আসতে পারে
অহেতুক প্রচেষ্টার হালে সময় ব্যয় করোনা,
তোমাকে দাড়াতে হবে–মৃত্তিকার মায়াজাল ছিন্ন করে

পরিজনের মায়াবী স্নেহের দড়ি ছিড়ে।
প্রেমের তানে নৃত্য করে-
অন্ধকারে ডুবিওনা, সারা মোহের
স্বাচ্ছন্দ্যে ঢেলে দিলে তুমি অনিয়ম করছ।
সবুজের গায়ের রঙও পালটে যাবে
অধুনার কলরবে ছাপছে সভ্যতার দরিয়া
কিনারা উপেক্ষা করে…..

দাড়াও; অমানবিক ধাচে খেয়া বয়
আকুল দরিয়ায়, ছিন্নভিন্ন পালের তরী
অচিরেই ভেস্তে যেতে বসেছে –
নবীন শতাব্দীতে এক নক্ষত্রের উদয়নে।
ভেস্তে যেতে পারে উপত্যকার পার

সাবধান! বিবেকবান-
শান্তি প্রিয় বিজ্ঞতার ভান্ডার ;
এত নিদ্রা কুলক্ষুনের উপমা,বিশাল তুফানের জেরে ছিন্নভিন্ন পাল,তোমারি লাগি অপেক্ষেয়মান
উদিপ্ত রজনিই অশুভ কু-ছায়ায় ঢাকছে
তুমি উঠে দাড়াও,দৌড়াও সম্মুখে আরও সম্মুখে
কু-ছায়ায় আলো জালতে,শান্তির মশালটা জালাতে।।

Back To Top