কবিতাঃ ঘুম ভাঙানো মোরগ

~গোলাম মহাম্মদ

আজ,
দেশটিতে যদি থাকত মোদের
ঘুম ভাঙনো এক মোরগ,
আসত শান্তি দেশটিতে ফিরে
যত কষ্টের হত বিয়োগ ৷
দৈনন্দিন জীবন মোদের
খাওয়া-পড়ায় সার,
সকলেই যদি সুখ পাখি হয়
কে নেবে ভাই ভার ?

যার শুরু আছে তারই আছে শেষ
যেমনটি বিজ্ঞান ,
দুর্ভিক্ষের যদি আসে দিন
খুঁজিবে আবার ফ্যান !
সুখপাখি করে স্বআনন্দে
বিদ্যুৎ অপচয়,
সময় আসিলে বিদ্যুৎবিনা
বিজ্ঞান পরাজয় !

মোরগ তুমি জাগিয়ে তোল
ঘুমরে দিয়া ফাঁসি,
কলিযুগের এই পদার্পণে
ঘুমিয়ে বিশ্ববাসী !

Back To Top