কবিতাঃ ভোট এলো তাই

~উমর ফারুক

ভোট এলো তাই দূরের পারে যাচ্ছে সারে সারে,
নেতার সুরি হাজার ঢেরি সাজাই আড়ে আড়ে।
ভোট এলো তাই বিধান সভাই চলছে সরে গেল,
ভোটের আগেই সবকিছুই যেন দেখেছিল ফাল্গুন।
ভোট এলো তাই আসুন সবাই ভোট কেন্দ্রে যায়,
ভোটের আগে কাজের মানুষের হাজার ছোঁয়া পাই।
প্রতিশ্রুতি দিয়ে শত কাড়ছে মানুষের মন,
মানুষ ভাবে এই বুঝি ভাই মোদের আপনজন।

ভোটের লাগি নিশান ওড়াই কার্য্যলয়ের ছাদে…
লাল-সবুজ আর গেরুয়া সদা কাজিয়া লাগায় রোদে।
রোদেলা হাওয়ায় লাগছে ছোঁয়া বাংলার হাত পায়,
সুস্থির সামাজ অস্থিরতায় ঘিরছে সেই জায়গায়।
ভোট এলো তাই আকাশ মাটি কাঁপছে থর থর
তার গায়েতে কতইনা মানুষ লুটবে একেরপর।

বুথে বুথে পুলিশ যাবে পিছু নিবে নেতা…
নেতার পিছু ছুটবে তার শতাধিক চেলাচামুণ্ডা।
জোটেলা ধরা গুমোট বাঁধা অসহ্য চাহনিতে
বুথের সারে মানুষ ঘিরে জ্বলবে দাহনিতে..

ভোট এলো তাই আকাশ বাতাস গুঞ্জরিছে গান
ভ্যাবসা চোখে দেখি তারে অশ্রুজলে ম্লান..
বুলবুলি টির মুখটি ভারী বলছে অপর কে
ভোটের লাগি আমার কানে উষ্ণ বায়ু আসছে
পথের ধারে নেরিকুত্তা কাঁন্দিয়া সে কহে
ভোটের লাগি আমার গায়ে ঝলসা হাওয়া বহে।

Back To Top