মৃত্যুর ২১ বছর পরে কবি শামসুল হকের ছড়া সংগ্রহ প্রকাশ

বই উন্মোচন করছেন বিশিষ্ট সাহিত্যিকগণ

বিশিষ্ট কবি ও গবেষক রফিক উল ইসলাম সম্পাদিত কবি সামসুল হক এর ছড়া সংগ্রহ প্রকাশিত হল যাদপুর বিশবিদ্যালয়ের ইন্দুমতী সভাগৃহে। প্রকাশ করলেন কবি সুব্রত রুদ্র, কালীকৃষ্ণ গুহ, সুজিত সরকার প্রমুখ। উপস্থিত ছিলেন কবিপুত্র ওথেলো হক, ছড়াকার দীপ মুখোপাধ্যায়, কবি আরফিনা, নমিতা চৌধুরী, অরুন পাঠক, লিটন রাকিব, মোনালিসা রেহমান প্রমুখ। সমগ্র অনুষ্টানটি সঞ্চালনা করেন সৈকত ঘোষ ও আবিষ্কার প্রকাশনার কর্ণধার মুরশিদ এ এম। কবি শামসুল হক জন্ম 16 ই ডিসেম্বর 1936 দক্ষিণ 24 পরগনা জেলার এক পাঁজা গ্রামে মামার বাড়িতে। আই এ এবং বি এ পরীক্ষায় পাশ করেন যথাক্রমে   1956 এবং 1958 সালে।

কবিতা আবৃত্তি করছেন কবি আফরিনা

কলকাতা আশুতোষ কলেজ থেকে সাম্মানিক বাংলা বিষয়ে স্পেশাল অনার্স পাস করেন 1960 সালে শিক্ষাকতা  দিয়ে কর্মজীবন শুরু করেন কাকদ্বীপের সুন্দরবন আদর্শ বিদ্যাপীঠে। প্রথম কবিতা প্রকাশ সি হর্স পত্রিকায়। তার সম্পাদনায় প্রকাশিত হয়েছে নক্ষত্রের রাত, পাক্ষিক বাংলা কবিতা সিসিফাস জল ইত্যাদি। দুই শতাধিক কবিতা সংকলন যুক্ত হয়েছে। 21 টি কাব্যগ্রন্থ ও 10 টি ছড়া গ্রন্থের জনক এই কবি তার একুশ বছর মৃত্যু পরেও আজ ছড়া সংগ্রহ প্রকাশ পেল।

এই হারিয়ে যাওয়া কবিকে নিয়ে স্মৃতি চারণা করেন কবি রফিকুল ইসলাম, তার ছেলে ওথেলো হক সহ অন্যান্যরা।

Back To Top