কবিতাঃ এক বিকেলের কথা

~রানু সরকার

হাঁটতে বেরিয়ে ছিলাম এক বিকেলে,
আমার বাড়ির পাশে ভাঙা চুরা বাঁধানো অনেক পুরোনো এক ঘাট আছে।
তাকিয়ে দেখি আমার চেনা এক মেয়ে জলে পা ডুবিয়ে বসে কাঁদছে,
কাছে গিয়ে আমি বললাম এই সন্ধ্যায় জলে পা ডুবিয়ে বসে কাঁদছিস কেন?
কি হলো তোর?
দুচোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে দেখে খুব কষ্ট হলো,
আমি বললাম কোন বিষাদে নীরব হয়ে কেঁদে চলেছিস?
তোর মনের মানুষ স্বপ্ন ভাসিয়ে দিল, এই পুকুরের জলে তাই পা ডুবিয়ে বসে।
আমি জড়িয়ে ধরে চোখ মুছে দিলাম, বললাম কি কষ্ট তোর আমাকে বললে হালকা হবি,
কিছু কথা শোনালাম, বললাম দেখ আমি তোর পাশে আছি থাকবো।
গুরুজনেরা শাসন করে তাই বলে রাগ করতে আছে,
নারী-পুরুষ উভয়েরি কষ্ট আছে তবে ভিন্ন।
নারীর অঙ্গ পতঙ্গ আলাদা তাই কোনো অঘটন যদি ঘটে,
তুই ঘটাবি না কিন্তু কিছু দাদা-ভাই আছেন ভুলবশত অঘটন ঘটিয়ে বসলো তাই শাসন করা গুরুজনের।
কষ্ট পাস না, চল আমার সাথে বাড়ি,
নতুন করে জীবন শুরু করবি।
তোর সুখের বাঁশি আবার বাজবে,
বেলির মালা খোঁপায় দিবি কাঁচের চুড়ি পরবি
অভিমানি মনটা আনন্দে নেচে উঠবে আবার।
রাতের পরে দিন আসে,
তোর এখন দুঃখ দেখবি পরে ঠিক সুখ আসবে ।
তুই তো জানিস বোকামি করিস কেন,
আমার সাথে বাড়ি চল তোকে দিয়ে আসি।

Back To Top